প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের একটি সিদ্ধান্তের ফলে এক সরকারী কোম্পানি চরম লাভের মুখ দেখল। মোদী সরকারের ওই সিদ্ধান্তের ফলে কোম্পানির ভ্যালু কয়েক ঘণ্টার মধ্যে ২৩০০ কোটি টাকা বেড়ে গেলো।
পাওয়ার সেক্টরের ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে করা সরকারী কোম্পানি রুর্যাল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন REC (Rural Electrification Corporation) এর কথা বলছি আমরা। মোদী সরকারের একটি সিদ্ধান্তের ফলেই আজ এই কোম্পানির ভ্যালু কয়েক ঘণ্টার মধ্যে ২৩০০ কোটি টাকা বেড়ে গেছে।
সরকারের মঞ্জুরির পর আরেকটি সরকারী কোম্পানি (PFC) Rural Electrification Corporation এর ৫২.৬৩ শতাংশ শেয়ার কেনার ঘোষণা করে। এই চুক্তি Rural Electrification Corporation এর প্রতি শেয়ার ১৩৯.৫০ টাকা দরে হবে।
PFC এর বোর্ড অফ ডায়রেক্টর্সরা এই চুক্তির জন্য ১৪,৫০০ কোটি টাকা খরচ করে। এই চুক্তি থেকে উভয় সংস্থা লেনদেন প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2uqprQY
Bengali News