হংকং এয়ারপোর্ট থেকে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু হয়েছে। হংকং এয়ারপোর্ট থেকে এই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ভারতীয় এয়ারপোর্টে ভারত যাওয়া মানুষদের অনুরোধ করছে মোদীকে ভোট প্রদান করার জন্য।
হংকং এয়ার পোর্টে এক ভারতীয় অন্য ভারতীয়দের কাছে অনুরোধ করছে তারা যেন লোকসভা নির্বাচনে মোদীকে ভোট প্রদান করার জন্য অনুরোধ করেছে। হংকং থেকে যারা ভারত আসছে তাদেরকে এই ব্যাক্তি অনুরোধ করছে বিজেপিকে ভোট প্রদানের জন্য।
At Hong kong airport an old Indian expatriate canvassing aggressively for @narendramodi Ji to indian citizens leaving for india flight. Got Video on whatsapp pic.twitter.com/BTsWblzdQb
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) March 11, 2019
ব্যাক্তিটি বলছেন যে আমি ভারত যেতে পারছি না, কিন্তু আপনারা যাচ্ছেন তাই অতি অবশ্যই মোদীকে ভোট দেবেন। ভারত আশা ফ্লাইট ধরার জন্য যাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছেন। সেখানে এই ব্যাক্তি সকলকে গলায় জড়িয়ে ধরে সম্বোধন করছেন এবং মোদীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন। উনি সকলকে বলছেন দেশে ফিরে মোদীকে ভোট দেবেন এটা দেশের জন্য খুবই প্রয়োজন। আসলে রি ব্যাক্তিটি অনুভব করছেন যে মোদী আসার পর থেকে বিদেশে ভারতের প্রভাব বৃদ্ধি পেয়েছে। তাই সকলকে উনি লোকসভায় ভোট প্রদানে উৎসাহিত করছেন। পাথকদের জন্য ভিডিও দেওয়া হলো।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2F6NZop
Bengali News