কংগ্রেস সমেত দেশের সমস্ত বিজেপি এবং মোদী বিরোধী দল গুলো বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে মৃত জঙ্গিদের সংখ্যা জিজ্ঞাসা করেই চলেছে। আর এই নিয়ে প্রাক্তন সেনা প্রধান আর বিদেশ রাজ্যমন্ত্রী ভি.কে সিং এর এক চরম জবাব সামনে এসেছে। বিকে সিং টুইট করে লেখেন, ‘রাতে মশা ছিল, আমি HIT মেরেছি, এবার কি আমি মশা গুনতে বসব, না ঘুমাবো?”
বিকে সিং মঙ্গলবার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে আক্রমণ করে বলেন, ‘আমি দিগ্বিজয় সিংকে জিজ্ঞাসা করতে চাই রাজীব গান্ধীর হত্যা দুর্ঘটনা ছিল, না জঙ্গি হামলা?”
আপনাদের জানিয়ে রাখি, দিগ্বিজয় সিং, কপিল সিব্বল আর সিধু সমেত কংগ্রেসের বড়বড় নেতারা বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে মৃত জঙ্গিদের সংখ্যা জিজ্ঞাসা করতে ব্যাস্ত। আর সেই নিয়ে বিজেপি লাগাতার কড়া পতিক্রিয়া দিচ্ছে। শুধু তাই নয়, মঙ্গলবার দিগ্বিজয় সিং পুলওয়ামা হামলাকে জাস্ট একটা দুর্ঘটনা বলে আখ্যা দেন। আর এরপর সেই মন্তব্য নিয়ে চরম বিতর্কের ও সৃষ্টি হয়।
रात ३.३० बजे मच्छर बहुत थे,
तो मैंने HIT मारा।
अब मच्छर कितने मारे, ये गिनने बैठूँ,
या आराम से सो जाऊँ? #GenerallySaying
— Vijay Kumar Singh (@Gen_VKSingh) March 6, 2019
যদিও দিগ্বিজয় সিং নিজের ভুল না স্বীকার করে উল্টে গলাবাজি করা শুরু করে দেন। উনি বলেন, আমার টুইটের পর বিজেপি আর বিজেপির মন্ত্রীরা আমাকে পাকিস্তানি সমর্থক ভাবছে, দেশদ্রোহী বলছে। ওই টুইট আমি দিল্লি থেকে করেছিলাম, সেখানকার পুলিশ কেন্দ্র সরকারের অন্তর্গত। আপনাদের সাহস থাকলে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেখান।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2XAq5J7
Bengali News