রাজ্যের মুখ্যমন্ত্রী বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। উনি এই অভিযানের প্রমাণ ও চেয়েছিলেন। উনি বলেছিলেন, দেশের জওয়ানদের দক্ষতা নিয়ে আমার মনে কোন সন্দেহ নেই, কিন্তু দেশের জওয়ানদের করা এয়ার স্ট্রাইকে কতজন মারে গেছে সেটা নিয়ে সন্দেহ আছে। এই বক্তব্যের বিরোধিতা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এখন দেখা যাচ্ছে ইমরান খানের থেকে মমতা ব্যানার্জী বেশি বিপদজনক দেশের জন্য।”
একটি প্রেস কনফারেন্সে দিলীপ ঘোষ বলেন, ‘যখন গোটা দেশ পুলওয়ামায় জঙ্গি হামলার পর বদলা চাইছিল, তখন মমতা ব্যানার্জী, রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরীবাল এর মত বিরোধী দলের নেতারা এয়ার স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে পাকিস্তানের কাজ আর সহজ করে দিচ্ছিল।”
উনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে, যেই সময় আমাদের একজোট হওয়ার কথা। সেইসময় বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে মমতা ব্যানার্জী পাকিস্তানে জনপ্রিয় হয়ে গেলেন!” উনি আরও বলেন, ‘একসময় লালু প্রসাদ যাদব ও পাকিস্তানে চরম লোকপ্রিয় ছিলেন, আর এখন সবাই জানে ওনার বর্তমান পরিস্থিতি কি।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EIMBXo
Bengali News