ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইকে জৈশ এ মহম্মদ এর জঙ্গি ঘাঁটিতে চরম ক্ষতি করে দিয়েছে। বায়ুসেনা দাবি করেছে যে, পাকিস্তানের বালাকোটে জৈশ এ মহম্মদ এর আস্তানাতে এয়ার স্ট্রাইকের সময় ৮০ শতাংশ বোমা নিশানা ভেদ করেছে।
ইন্ডিয়া টিভি টুডের একটি রিপোর্ট অনুযায়ী সূত্র তথ্য দিয়েছে যে, ভারতীয় বায়ুসেনা কেন্দ্র সরকারকে এয়ার স্ট্রাইক নিয়ে সমস্ত রকম দরকারি কাগজপত্র দিয়েছে। ওই কাগজের মধ্যে এয়ার স্ট্রাইকের ছবিও আছে।
তাঁর সাথে বায়ুসেনা এটাও জানিয়েছে যে, এয়ার স্ট্রাইকে বেশিরভাগ নিশানা ঠিক যায়গায় লেগেছিল। রিপোর্ট অনুযায়ী ১২ পাতার ওই রিপোর্টে ভারতীয় বায়ুসেনা ওই এলাকার হাই রেজুলেশন এর ছবিও দিয়েছে। যদিও বায়ুসেনার তরফ থেকে দেওয়া ওই তথ্য সার্বজনীন হবে কি না হবে, সেটা কেন্দ্র সরকার ঠিক করবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EHrZPd
Bengali News