মধ্যপ্রদেশের মন্দাসৌরে কংগ্রেসের কিষাণ সভায় ‘মোদী মোদী” আর ‘আবকি বার মোদী সরকার” এর স্লোগান উঠলো। কিষাণ সন্মান যাত্রা অনুষ্ঠানে কিষাণ কংগ্রেসের রাজ্য সভাপতি দীনেশ গুর্জর একটি সভা করার সময় এই ঘটনা ঘটে। আচমকা সভার মধ্যে মোদী মোদী স্লোগান উঠতে থাকে। আর এই ঘটনার পর সভা স্থলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।
কংগ্রেস এই ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলে আখ্যা দেয়। আরেকদিকে কৃষকেরা বলতে থাকে কংগ্রেস কৃষকদের শুধু বোকা বানিয়েছে। কৃষি ঋণ মুকুব হয়নি। আরেকদিকে বিজেপি থেকে বলা হয়, কংগ্রেসের নেতারা সভা থেকে যখন অনর্গল মোদী বিরোধী কথা বলছিল, তখন কৃষকেরা ক্ষুব্ধ হয়ে মোদীজির নামে জয়ধ্বনি দেয়।
আরেকদিকে কংগ্রেসের কৃষক মোর্চার সভাপতি দীনেশ গুর্জর বলেন, মোদীর নামে স্লোগান দেওয়া কৃষকেরা বিজেপির লোক। বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2XGxAy0
Bengali News