বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য গুজরাট থেকে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া-এর উপর নিশানা করেন। গুজরাটের আনন্দে দলের বিজয় সংকল্প র্যালিতে ভাষণ দেওয়ার সময় উনি প্রিয়াঙ্কার উপর নিশানা করে বলেন, ‘ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে মিল থাকলেও উনি ক্ষমতা হাসিল করতে পারবেন না।”
মনসুখ র্যালিতে বলেন, কংগ্রেসের লোকগুলো বলছে প্রিয়াঙ্কার নাক তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর মত। যদি প্রিয়াঙ্কার নাক তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর মত হলেই সে দেশের ক্ষমতা অর্জন করতে পারত। তাহলে চীনের প্রতিটি ঘরেই রাষ্ট্রপতি থাকত।
প্রিয়াঙ্কা কংগ্রেসের মহাসচিব হওয়ার পরেই বিভিন্ন ইস্যু তুলে বিজেপিকে বিঁধতে ছাড়েননি। আর এবার বিজেপিও ওনার উপর আক্রমণ শুরু করলো। এর আগে বিজেপি সাংসদ প্রিয়াঙ্কার জিন্স টপ পড়া নিয়ে মন্তব্য করেছিলেন, উনি বলেছিলেন, প্রিয়াঙ্কা দিল্লীতে জিন্স আর টপ পড়ে ঘুরে বেরায়। আর এখন নির্বাচনের সময় শাড়ি আর সিঁদুর পড়ে ঘুরছে।
আসলে কংগ্রেসের অনেক নেতা আর কর্মীরা অনেক বার বলেছেন যে, প্রিয়াঙ্কার মধ্যে ওনার ঠাকুমা ইন্দিরার প্রতিচ্ছবি দেখা যায়। আপনাদের জানিয়ে রাখি আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারের দ্বায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা। রাজনীতিতে ঢুকেই সরাসরি উনি বংশ পরম্পরা অনুযায়ী কংগ্রেসের মহাসচিব এর দ্বায়িত্ব পেয়ে যান।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2U0BBiL
Bengali News