শিয়া ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হচ্ছে। উনি ওই ভিডিওতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ওনার পরিবারকে মুসলিম পরিবার বলে দাবি করেন। উনি এও বলেন যে, গোটা কংগ্রেস ভগবান রামের অস্তিত্বকে স্বীকার করতে চায়না।
রিজিভি এখানেই থেমে না থেকে কংগ্রেসের মহাসিচব প্রিয়াঙ্কা ভঢড়াকে নিয়েও মন্তব্য করেন। উনি বলেন, ‘প্রিয়াঙ্কা দেখতে ভালো। রাজনীতিতে আসার ওনার কোন প্রয়োজন নেই। উনি এর আগে আসলে আমি ওনাকে আমার সিনেমায় জফর খানের বৌ এর অভিনয়ে নিতাম।”
ওয়াসিম রিজভি বলেন, ‘ভগবান রামের মন্দির অযোধ্যাতেই হবে। এরপর আমি অযোধ্যা তখনই আসব যখন এখানে ভগবান রামের ভব্য মন্দির হয়ে যাবে।”
আরেকদিকে নির্মাহি আখড়ার মধ্যস্থতা স্থল বদলের আবেদনে পরিপেক্ষিতে ওয়াসিম রিজভি বলেন, ‘অযোধ্যা থেকে বেশি সুরক্ষিত স্থান কোথাও নেই, যেখানে রাম মন্দির হবে।”
আপনাদের জানিয়ে রাখি, এই ওয়াসিম রিজভি অযোধ্যাতে রাম মন্দির বানানোর জন্য অনেক দিন ধরেই আন্দলন করে চলেছেন। উনি বলেছিলেন, ‘অযোধ্যা ভগবান রামের জন্মভূমি। এখানে রাম মন্দির হবে না, তো কি পাকিস্তানে হবে?”
ওনার রাম মন্দির নিয়ে ওকালতি করার জন্য অনেক মুসলিম সংগঠনই ওনার উপর ক্ষোভে ফেটে পড়েছে। উনিই শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরেও, রাম মন্দির নিয়ে কেন ওকালতি করছেন, সেটা নিয়ে ওনার বিরুদ্ধে চরম ক্ষোভ মুসলিম মহলে। তবুও উনি সব ক্ষোভকে উপেক্ষা করে, অযোধ্যায় রাম মন্দির বানানোর জন্য বদ্ধপরিকর।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UTI9w4
Bengali News