লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। গুজরাট বিধানসভায় কংগ্রেসের হয়ে প্রচার করা ওবিসি নেতা আর দলের বিধায়ক অল্পেশ ঠাকুর বিজেপিতে যোগ দিতে পারেন। অল্পেশের সাথে কংগ্রেসের আরও কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন। শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার পর অল্পেশকে মন্ত্রী বানানো হতে পারে।
কিছুদিন আগে গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ী প্রার্থী অল্পেশ ঠাকুর নিজের দলের বিরুদ্ধে ওনাকে নজরান্দাজ করার অভিযোগ আনেন। উনি কংগ্রেসের উপর ওনাকে আর ওনার সম্প্রদায়কে অবেহেলা করার অভিযোগ আনেন।
আর এরই মধ্যে খবর আসছে যে, উনি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও অল্পেশের মুখ থেকে এখনো এই নিয়ে কিছুই শোনা যায়নি। আজ সন্ধ্যেয় বিজেপির মন্ত্রীমন্ডলের বৈঠক হতে পারে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
মন্ত্রীমন্ডলের বৈঠকে বিজেপির বিধায়ক হাকুভা জাদেজাকে মন্ত্রী বানানো হতে পারে। হাকুভা রাজ্যসভা নির্বাচনের সময় কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ে জয়লাভ করেছিলেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://bangla.indiarag.com/Bengali-News/congress-mla-alpesh-thakor-may-be-join-in-bjp/
Bengali News