কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী রাম মন্দির নিয়ে বড় মন্তব্য করলেন। বুধবার মধ্যপ্রদেশের সাগরে একটি জনসভায় উমা ভারতী বলেন, ‘যেমন যেমন মক্কা এবং ভ্যাটিকান সিটিতে মন্দির বানানো যায়না, তেমনউ অযোধ্যায় রাম মন্দির ছাড়া অন্য কিছু বানানো যাবেনা।”
আরও পড়ুনঃ জোর ধাক্কা কংগ্রেসেঃ দল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন দাপুটে নেতা সহ একাধিক বিধায়ক
বিতর্কিত জমিতে রাম মন্দির নিয়ে আদালতে চলা শুনানি নিয়ে উমা ভারতীকে প্রশ্ন করা হলে উনি বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলব না। মহামান্য সুপ্রীম কোর্ট নিয়ে কোন প্রকারের মন্তব্য করতে চাইনা আমি।”
আরও পড়ুনঃ একটি অডিও টেপ জারি করে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করল জৈশ এর প্রধান মাসুদ আজাহার
বুধবার ৬ই মার্চ অযোধ্যা মামলার মধ্যস্থতা নিয়ে সুপ্রীম কোর্টে শুনানি হয়েছিল। শুনানির সময় হিন্দু পক্ষকার হিন্দু মহাসভা আর রামলালা সংগঠন কোনরকম মধ্যস্থতায় যেতে চায়নি। সুপ্রিম কোর্টে হিন্দু পক্ষ মধ্যস্থতার জন্য রাজি হয়নি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://bangla.indiarag.com/Bengali-News/mecca-vatican-can-not-be-built-in-the-temple-in-ayodhya-except-ram-temple-nothing-can-be-done-said-uma-bharti/
Bengali News