জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদ এর প্রধান মৌলানা মাসুদ আজাহারকে নিয়ে একটি নতুন অডিও টেপ প্রকাশ্যে এলো। ওই অডিও টেপে জঙ্গি মাসুদের লেখা স্টেটমেন্ট তাঁর মুখপাত্র সৈফুল্লাহ পড়েছে। ওই টেপে মাসুদের পক্ষ থেকে স্টেটমেন্ট জারি করে বলা হয়েছে যে, ‘আমি এখনো বেঁচে আছি। গোটা দুনিয়ায় আমার মৃত্যুর খবর ছড়িয়ে গেছে। জানিনা এই টেপ কবে আপনাদের কাছে পৌঁছাবে, ততক্ষণ আমি বেঁচে থাকব কি না তাও জানিনা।”
অনেক বছর ধরেই জৈশ এ মহম্মদ বুধবার করে একটি অডিও জারি করে। এইবারও জঙ্গি সংগঠন একটি অডিও জারি করেছে। ওই অডিও জৈশ এর মুখপাত্র সৈফুল্লাহ জারি করেছে। ওই অডিওতে জঙ্গি মাসুদ আজাহারের একটি স্টেটমেন্ট পড়া হয়েছে।
আরও পড়ুনঃ ভারতীয় সেনা ভীতু-পাকিস্থানের মিডিয়ায় ভাইরাল নবজ্যোত সিং সিধুর দেশবিরোধী মন্তব্য!
ওই অডিওতে মাসুদ আজাহারের পক্ষ থেকে বলা হয়েছে যে, সে এখনো বেঁচে আছে। গোটা বিশ্বে মাসুদের মৃত্যুর খবর আগুনের মত ছড়িয়ে পড়েছে। আর সেই খবর ছড়িয়ে পড়ার পর কোণঠাসা জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদ। অডিওতে বলা হয়েছে, ‘জানিনা এই বার্তা আপনাদের কাছে কবে পৌঁছাবে। আমি ততদিন বেঁচে থাকব কি না তাও জানিনা।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://bangla.indiarag.com/Bengali-News/terrorist-masud-azhar-is-alive-reveals-death-in-audio-tapes/
Bengali News