আগে পাকিস্থান ভারতে ২৬/১১ আতঙ্কবাদী হামলা করিয়ে, ভারতীয়দের হত্যা করিয়ে উৎপাত চালাতো। ভারত সরকার এটা নিয়ে আমেরিকার কাছে নালিশ করতো এবং পাকিস্থানের সাথে প্রমান দেওয়া নেওয়া করতো। তবে এখন ভারত সরকার আতঙ্কবাদ ও পাকিস্তানের প্রতি নীতি পাল্টে ফেলেছে। ভারত এখন পাকিস্থান ঢুকে আতঙ্কবাদ শেষ করার নীতি গ্রহণ করেছে। উরি ও পুলবামা হামলার পর ভারত সেইরূপ দেখিয়ে দিয়েছে।
উরি হামলার পর ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল আর পুলবামা হামলার পর ভারত আরো বিধ্বংসী এয়ার স্ট্রাইক করেছিল। আর আজ ভারত পাকিস্থানের সীমার কাছে মিসাইল টেস্ট করে পাকিস্থানের উপর বড় সতর্কের ইঙ্গিত দিয়েছে। আজ পোখরানে পিনাকা বিধ্বংসী মিসাইলের পরীক্ষন করা হয়েছে।
#WATCH India successfully carried out third trial of Pinaka guided missile at Pokharan (Rajasthan) today. Two trials were conducted yesterday. pic.twitter.com/1glOwNYA1e
— ANI (@ANI) March 12, 2019
পাকিস্থানের কাছে মিসাইল টেস্ট করার অর্থ পাকিস্থানকে সোজা বার্তা দেওয়া। বার্তা এটাই যে, যদি পাকিস্তান না শোধরাই তাহলে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক নয়, এবার হবে মিসাইল স্ট্রাইক।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HsCxoE
Bengali News