দলে নেই তবুও গাজোয়ারি করে দল থেকে বহিস্কার করা হল সিপিএম বিধায়ক খগেন মুর্মুকে। বেশ কদিন ধরেই জল্পনা চলছিল যে উনি বিজেপিতে যোগ দিতে পারেন। আর আজ সেই মর্মে বিজেপির দিল্লি অফিসে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন খগেন মুর্মু।
শুধু উনিই না, আজ বিজেপিতে যোগ দিলেন বোলপুরের যুব তৃণমূল সাংসদ অনুপম হাজরা। এবং বাগদার তৃণমূল বিধায়ক দুলাল বর। আজ বিজেপির দিল্লির পার্টি অফিসে বিজেপির রাজ্য নেতা মুকুল রায় এবং বিজেপির মহাসচিব এবং বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় এর উপস্থিতিতে এনারা বিজেপিতে যোগ দেন।
মালদহ জেলার হবিবপুরের সিপিএম বিধায়ক পরপর তিনবার ভোটে জিতে নজীর গড়েছিলেন। চারিদিকে তৃণমূলের হাওয়া চললেও ওনাকে হারাতে পারেনি তৃণমূল। শোনা যায় অধীর চৌধুরীর পরেই হিন্দু মুসলিম সমন্বয়ে মানুষ ওনাকে চরম শ্রদ্ধা করে।
আর এই তিনবারের বিধায়ক নির্বাচনের আগে দল ছেড়ে দেওয়াতে চরম বিপাকে বাম শিবির। তাই ক্ষোভে ফেটে পড়ে অবশেষে খগেন মুর্মুকে মালদহ জেলা সম্পাদকমণ্ডলী থেকে বহিস্কার করল সিপিএম। যদিও এতে বিধায়কের কোন ব্যাপার না। কারণ দল ওনাকে বহিস্কার করার আগেই, উনি দলকে বহিস্কার করেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2ucrcRT
Bengali News