কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে একটি রাজনৈতিক সভায় প্রচুর পরিমাণে মানুষ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে স্লোগান দেন। ওই অনুষ্ঠানে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য মন্ত্র দিতে গেছিলেন। ওই অনুষ্ঠানে ‘ মোদী মোদী ” এর স্লোগান দিয়ে জনতা হাতে পোস্টার নিয়ে রাহুল গান্ধীকে সভা স্থল ছাড়ার কথা বলে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে জনতার এই বিক্ষোভ প্রদর্শন দেখার পর পুলিশের ব্যাবহার করে সেখান থেকে জনতাদের হটিয়ে দেওয়া হয়। বিজেপি অভিযোগ করে বলে, রাহুল গান্ধীর সন্মানের খাতিরে অনেক বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ!
Important Thread :
Today an Interaction of @RahulGandhi Ji was scheduled at Amphi Theatre, Block D1,Manayata Tech park, Bengaluru.1000's of Young Techies/Interns, Students gathered at the site & started chanting Modi-Modi slogan with Placard of #ModiOnceMore & #ModiAgain (1/n). pic.twitter.com/mcTE7QRFiA
— Chowkidar Sumant Choudhary (@WriteHindu) March 18, 2019
বিজেপি পুলিশের এই কাজের তীব্র বিরোধিতা করে, আর তাঁরা অভিযোগ করে যে, কংগ্রেসের কর্মীরা জনতার উপর হামলা চালায়। বিজেপির প্রদেশ মহাসিচব সি.টি রবি টুইট করে বলেন, ‘কংগ্রেস কর্মীরা ওই অনুষ্ঠানে যারা মোদীজির নামে স্লোগান দিচ্ছিল, তাঁদের উপর হামলা করে। আর পুলিশও ওই জনতার সাথে দুরব্যাভার করে।”
এটাই প্রথম না যে, রাহুল গান্ধীর সামনে জনতা ‘মোদী মোদী” স্লোগান দিলো। এর আগেও অনেক বার এরকম ঘটনা সামনে এসেছে। এমনকি মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এসে কৃষক সভার আয়োজন করলে, সেই সভাতেও কৃষকেরা ‘আব কি বার মোদী সরকার” এর স্লোগান দিয়ে কংগ্রেসের উপর কৃষকদের বোকা বানানোর অভিযোগ আনে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Jnh5UE
Bengali News