উত্তর প্রদেশে যোগী সরকারের দুই বছর পূর্ণ। আর সেই অবসরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার প্রেস কনফারেন্স করে সরকারের উপলব্ধি সবার সামনে আনেন। সিএম যোগী বলেন, গত দুই বছরে ওনার শাসন কালে উত্তর প্রদেশে একটাও দাঙ্গা হয়নি। আমাদের সরকার বিগত ১০ বছরের সরকারের থেকে বেশি কাজ করেছে। উনি বলেন, এর আগে রাজ্যে কৃষকের অনেক সমস্যা ছিল, কিন্তু আমাদের সরকার এসেই কৃষি ঋণ মুকুব করে।
সিএম যোগী এই অবসরে কংগ্রেস, সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টিকে জোরদার আক্রমণ করেন। উনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর কংগ্রেস সবথেকে বেশি রাজত্ব করেছে, কংগ্রেসের রাজত্বে উত্তর প্রদেশ একটি অসুস্থ রাজ্যে পরিণত হয়েছিল।
১৯৯০ এর সপা আর বসপার শাসন ছিল, আর সেই সময় রাজ্যে অরাজকতা, হত্যা, লুঠ আর দাঙ্গা হয়েছিল প্রচুর। উনি বলেন। আমাদের সরকার আসার পরেই কৃষকদের ঋণ মুকুব করা হয়। তাঁর আগে কৃষকেরা ঋণের দায়ে ডুবে ছিল। আর আমাদের সরকার কৃষকদের ঋণ মুকুব করে তাঁদের পরিবারে খুশি এনে দেয়।
উনি বলেন, প্রাক্তন সরকারের রাজত্বে রাজ্যে প্রতিদিনই খুন, লুঠ আর ধর্ষণের মত জঘন্য অপরাধ হত। কিন্তু আমাদের সরকার আসার পর থেকেই রাজ্যের দুষ্কৃতীদের দৌরাত্ব কমাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। রাজ্যে এখনো পর্যন্ত ৩৩০০ এনকাউন্টার করে দুষ্কৃতীদের কোমর ভেঙে দেওয়া হয়েছে।
যোগী বলেন, একমাত্র আমাদের রাজত্বেই দুষ্কৃতীরা এনকাউন্টারের ভয়ে থানায় এসে হাত জোর করে আত্মসমর্পণ করেছে। তাছাড়াও আমাদের রাজ্যে অপরাধ কমানোর জন্য ‘UPCOCA” আইন লাগু করা হয়েছে। ওই আইনে জঘন্যতম অপরাধের ক্ষেত্রে অপরাধীদের জমানত এবং আইনি সাহাজ্য বন্ধ করে দেওয়া হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2W4dNXC
Bengali News