ভারতের বায়ুসেনা পাকিস্থানের তিনটি স্থানে স্ট্রাইক করেছিল। এই স্ট্রাইক মিরাজ ফাইটার জেটের সাহায্যে করা হয়েছিল। ভারত যে এয়ার স্ট্রাইক করেছে সেটাকে কেন্দ্র করে একের পর এক ডিটেইলস সামনে আসছে। সকাল পর্যন্ত খবর ছিল যে ভারতের স্ট্রাইকে পাকিস্থানের ৩০০ জন আতঙ্কবাদী মারা গেছে। তবে এখন খবর আসছে যে ভারতের স্ট্রাইকের ফলে পাকিস্থানে নিহত আতঙ্কবাদীর সংখ্যা ৪০০ ছুঁয়ে গেছে। ভারত এই স্ট্রাইক কোনো ড্রোনের সাহায্যে করেনি বরং ফাইটার জেটের মাধ্যমে করেছে। অর্থাৎ কোনো নিশ্চুপভাবে নয় যথেষ্ট সাড়াশব্দ সহকারে ভারত এই স্ট্রাইক করেছে। এছাড়াও পাকিস্থান আগে থেকেই জানতো যে ভারত আক্রমন করতে পারে, তা সত্ত্বেও পাকিস্থান ভারতকে আটকাতে পারেনি।
পাকিস্থানের ডিফেন্স সিস্টেম ভারতের বায়ুসেনা আটকানোর চেষ্টা করেছিল কিন্তু সম্পুর্নভাবে ব্যার্থ হয়ে যায়। পাকিস্থানকে বলে কয়ে পাকিস্থানের ভেতর ঢুকে মেরে এসেছে ভারতের বায়ুসেনা। ১ টা ২ টো নয়, পাকিস্থানের ভেতরে ভারতের ১২ টি মিরাজ ফাইটার জেট ঢুকেছিল। কিন্তু একটাকেও স্পর্শ করতে পারেনি পাকিস্থান। পাকিস্থানের ল্যান্ড ডিফেন্স ব্যার্থ হওয়ার পর পাকিস্থান f-16 কে নামায় ভারতের বায়ুসেনা আটকানোর জন্য।
কিন্তু ভারতের বায়ু সেনার সামনে f-16 জেটও বিফল হয়ে যায় এবং মিরাজের ফায়ারিং এর ভয়ে f-16 পলায়ন করে।এরপর পাকিস্থানেল চীন থেকে পাওয়া JF-17 নামায়। ভারতের বায়ু সেনা পাকিস্থানের দুটি JF-17 কে উড়িয়ে দেয়। এই দুটি JF-17 পাকিস্থান চীনের থেকে পেয়েছিল। কিন্তু চীনের প্রোডাক্ট ভারতের সামনে টিকতে পারেনি।
ভারতের বায়ুসেনা সম্পূর্ণ সফল অভিযান করে ফিরে আসে। এই স্ট্রাইকের পর পাকিস্থানে প্যানিক সৃষ্টি হয়েছে। পাকিস্থান তার একমাত্র বন্ধু চীনকে এই বিষয়ে হটলাইনে জানিয়েছেন। পাকিস্থানের টেলিফোনে মাধ্যম জানিয়েছে যে চীনের থেকে প্রাপ্ত দুটি জেটকেও ভারত ধ্বংস করে দিয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে তার জন্য চীনের সাথে শলাপরামর্শ করতে নেমেছে পাকিস্থান। যদিও ভারত হাইএলার্টে রয়েছে এবং যেকোনো পরিস্থিতির জন্য তৈরি রয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Tj9lXn
Bengali News