-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“জঙ্গিদের এমন শিক্ষা দেওয়া হবে জীবনে ভুলবে না” : অরুণ জেটলি

- February 14, 2019

পুলবামার অবন্তীপুরায় যে আতঙ্কবাদী হামলা হয়েছে তা নিয়ে পুরো দেশ উত্তপ্ত হয়ে রয়েছে। ইসলামিক জঙ্গি সংগঠন এই হামলা করিয়েছে যাতে প্রায় ২৭ জন মতো CRPF বলিদানি হয়েছে বলে খবর মিলছে। একইসাথে ৪৫ জন CRPF আহত রয়েছেন বলে খবর মিলেছে। ৭২ হুর পাওয়ার আশায় ইসলামিক জঙ্গিরা ভারতীয় সেনার উপর পেছন থেকে আক্রমন করেছে। এই ইসলামিক জঙ্গিদের যাতে সঠিক শিক্ষা দেওয়া হয় তার জন্য দেশজুড়ে আওয়াজ উঠছে।

জইশ-মহাম্মদ নামক ইসলামিক জঙ্গি সংগঠন এই হামলা করিয়েছে বলে খবর সামনে এসেছে। আদিল নামক এক জঙ্গি এই ঘটনার পেছনে ছিল বলেও খবর আসছে। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলি একটা বড় ইঙ্গিত দিয়েছেন। অরুন জেটলি টুইট করে লিখেছেন যে, ” এই ঘৃণ্য কাজের এমন জবাব দেওয়া হবে যে ওরা সারা জীবনেও ভুলবে না।”

রাষ্ট্রবাদীরা দাবি জানিয়েছে যে এটা সবথেকে ভালো সুযোগ পাকিস্থানকে চার টুকরো করে ফেলার। এখন এমনিতেই ভারতের আর্থিক অবস্থা ভালো অন্যদিকে পাকিস্থান আর্থিক সংকটে ভুগছে। পাকিস্তানের কিছু প্রান্ত আলাদা দেশ হওয়ার দাবি তুলেছে। তাই এই মুহূর্তে আক্রমন করা সবথেকে ভালো বদলা হবে বলে দাবি রাষ্ট্রবাদীদের।

গতকাল রাজনাথ সিং ঘটনাস্থলে গিয়ে CRPF জওয়ানদের সাথে কথা বলবেন। আজ অজিত দোভাল এক উচ্চপর্যায়ের মিটিং ডাকবেন বলেও খবর পাওয়া যাচ্ছে।তাই পরিস্থিতি কোন দিকে এগোবে তাই নিয়ে মিডিয়া নজর দিল্লীর দিকেই রয়েছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2tnXoB4
Bengali News
 

Start typing and press Enter to search