-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের মোক্ষম জবাবের পর কি বলছে পাকিস্তানি মিডিয়া?

- February 25, 2019

আজ দেশবাসীর জন্য চরম সুখবর। যদিও আরও সুখবর আসতে চলেছে। ভারত পুলওয়ামা হামলার বদলা নিতে মঙ্গলবার সকাল সকাল পাকিস্তানে হানা দেয়। আজ ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।

বায়ুসেনার বিমান জঙ্গি ক্যাম্পে এক হাজার কেজির বোম নিক্ষেপ করে। এর ফলে জঙ্গি আর তাঁদের ঘাঁটি পুরো ধ্বংস হয়ে যায়। ভারতীয় বায়ুসেনা বালাকোট, চকোঠী আর মুজফরাবাদ এর জঙ্গি ঘাঁটি গুলোকে পুরো ধ্বংস করে দেয়। ভারতের এই হামলায় জৈশ এ মহম্মদ এর কন্ট্রোল রুম ও ধ্বংস হয়ে যায়।

এই ঘটনার পর পাকিস্তান আর পাকিস্তানি মিডিয়ায় ভূমিকম্প নেমে যায়। পাকিস্তানি পত্রিকা ডন লিখেছে, ‘মুজফফরাবাদ সেক্টরে ভারতীয় বায়ুসেনা অবৈধ ভাবে ঢুকছে। আর পাকিস্তানি বায়ুসেনার জন্য তাঁরা পালাতে বাধ্য হয়। এই অনুপ্রবেশের পর ভারতের রাজধানী থেকে এখনো কোন পতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানের সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এই ঘটনার তৎক্ষণাৎ তদন্ত শুরু করান। বালাকোটে বোম ফেলা হয়েছে, কিন্তু কোন হতাহতের খবর নেই”

ডন এ আরও লেখা হয়েছে, ‘ভারত অধিকৃত কাশ্মীরে ৪০ জওয়ানের উপর হওয়া আত্মঘাতী হামলার পর ভারত আর পাকিস্তানের সম্পর্কে চীর ধরেছে, এবং দুই দেশেই উত্তেজনার পরিস্থিতি। দিল্লি এই হামলার পিছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ করেছে। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

ডনে লেখা হয়, ‘প্রধানমন্ত্রী ইমরান খান দিল্লির সাথে তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, কিন্তু তাঁর আগে তাঁদের প্রমাণ দেখাতে হবে। আর তাঁর সাথে এটাও হুঁশিয়ারি দিয়েছে যে, ভারত হামলা করলে পাকিস্তান তাঁর জবাব দেবে। আরেকদিকে জৈশ এ মহম্মদ এই ঘটনার দ্বায় স্বীকার করলে, দিল্লি পুলওয়ামা হামলায় ইসলামাবাদকে দোষী বানিয়েছে। আর তাঁরা এও ঘোষণা করেছে যে, আন্তর্জাতিক ভাবে পাকিস্তানকে একঘরে করার সবরকম চেষ্টা করবে”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2H3lzwY
Bengali News
 

Start typing and press Enter to search