গতকাল ব্রিগেড সমাবেশে মোদীকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পনা করতে এক হয়েছিল বিরোধী পার্টির। মমতা ব্যানার্জীর ডাকে অখিলেশ যাদব থেকে শুরু করে মায়াবতী, কুমার স্বামী থেকে শুরু করে লালু পুত্র সকলেই উপস্থিত হয়েছিলেন ব্রিগেড সমাবেশে। সূত্রের খবর অনুযায়ী মোদীকে ক্ষমতা থেকে সরানোর জন্য সমস্থ বিরোধীরা একজোট হবে এর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক প্রান্ত থেকে নেতৃত্ব করতে পারে। কিন্তু এই জোট কতদূর অবধি টিকবে বা দেশের জনগণ এই জোটের উপর ভরসা করতে পারবে কিনা সেই নিয়ে এখন থেকেই সন্দেহ হতে শুরু হয়ে গিয়েছে।
গতকাল ব্রিগেড এক হয়ে মোদীর বিরুদ্ধে বলার ভালোরকম সুযোগ ছিল বিরোধী দলগুলির কাছে কিন্তু মোদীর সমালোচনা করতে গিয়ে নিজেদের দুর্নীতির কথা প্রকাশ করে দেবে এটা কেউ আশা করেনি।বিরোধী দলের নেতা শারাত যাদব ব্রিগেডের মঞ্চে উঠে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে। আসলে রাফেল নিয়ে মোদী উপর আক্রমন করার জন্য শারাত যাদবকে মঞ্চে বলার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু উনি রাফেলের জায়গায় কংগ্রেস আমলে হওয়া বোফোর্স কেলেঙ্কারি নিয়ে সমালোচনা করতে শুরু করে দেন। শারাত যাদব মঞ্চে বলেন, বোফোর্স এ ডাকাতি হয়েছে। আগত সময়ে বোফোর্স নিয়ে আরো সত্য বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন শারাত যাদব।শারাত যাদব এর এই মন্তব্য শুনে ব্রিগেডে উপস্থিত জনতার হুশ উড়ে যায়।
একইসাথে মঞ্চে উপস্থিত মমতা সহ বাকি নেতারাও হতভম্ব হয়ে যায়। কারণ মোদী বিরোধী এই মঞ্চে শারাত যাদব বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে বলে দিয়েছেন। যে কংগ্রেসের সাথে মিলে বাকি পার্টিগুলি জোট করার চেষ্টা করছে সেই কংগ্রেসের দুর্নীতি মুখ ফসকে বেরিয়ে যায় শারাত যাদবের মুখ থেকে।এই পরিস্থিতিতে মঞ্চ থেকে মাইকের সামনে উঠে আসেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রিন এবং শারাত যাদবকে তার ভুল সংশোধন করার জন্য বলেন। ডেরেক ওব্রিন, শারাত যাদবকে স্মরণ করিয়ে দেন যে আপনাকে বোফোর্স এর উপর নয় রাফেল নিয়ে অভিযোগ তুলতে হবে।তৃণমূল সাংসদ ডেরেক বলেন আপনি বোফোর্স এর কথা বলছেন ওটা রাফেল হবে।
এরপর শারাত যাদব তার ভুলের জন্য ক্ষমা চান এবং বলেন যে বোফোর্স নয়, রাফেলে দুর্নীতি হয়েছে। কিন্তু ততক্ষণে উপস্থিত জনতার যা বোঝার বোঝা হয়ে গেছে। এরপর মমতা ব্যানার্জীও তার ভাঙা ভাঙা হিন্দি ভাষণ নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DmfJEm
Bengali News