মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের স্বার্থে অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। উনি ক্ষমতায় এসে ভারতীয় রেল যাত্রীদের জন্য অনেক সুযোগ সুবিধা করেছেন। যাত্রীদের সুরক্ষার দিকে নজর রেখেছেন। সেই সাথে মোদী সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল “ট্রেন-18″। এটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে দ্রুততম ট্রেন। অনেকের মতে ভারতীয় মডেলের বুলেট ট্রেনও বলা হচ্ছে এই ট্রেন কে।এই ট্রেনটি সম্পূর্ণ রূপে তৈরি হয়েছে চেন্নাইয়ে। কিছুদিন আগে সম্পূর্ণ রূপে তৈরি হওয়ার পর ট্রেনটির ট্রায়াল রান হয়েছে। কিন্তু সেটা এখন চলাচল শুরু করেনি।ট্রেনটির চলাচলের আগেই এই ট্রেন নিয়ে চারিদিকে দারুন সাড়া পেয়েছে ভারত সরকার।এই ট্রেন নিয়ে ইতিমধ্যেই বিদেশ থেকেও আগ্রহ প্রকাশ শুরু হয়ে গিয়েছে।
এমনকি ইতিমধ্যেই আবেদন পত্র পড়তে শুরু হয়ে গিয়েছে ভারত সরকারের কাছে এই “ট্রেন -18” কেনার জন্য।সূত্রে খবর, এই ট্রেন -18 এর দক্ষতা জানার পর পেরু, সিঙ্গাপুর, মালেশিয়া এবং ইন্দোনেশিয়া ট্রেনটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
রাজেশ আগরওয়াল যিনি রেল বোর্ডের সদস্য উনি এইদিন এই খবরটি জানিয়েছেন অল ইন্ডিয়া রেডিও কে। উনি এইদিন আরও জানান, উনি জানিয়েছেন যে, এই বিশেষ সুবিধা সম্পন্ন ট্রেনটি তৈরি করতে ভারত সরকারের খরচ হয়েছে 100 কোটি টাকা। আর এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে এই ট্রেনের মূল্য দাঁড়িয়েছে 250 কোটি টাকা।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2U06cs7
Bengali News