উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে আজ পৌঁছেছিলেন। যোগী আদিত্যানাথ হায়দ্রাবাদে পৌঁছে এক নির্বাচনী রালিকে সম্বোধন করেন। আজ হায়দ্রাবাদ যোগী আদিত্যানাথের নিশানায় ইসলামিক কট্টরপন্থী নেতা আসাউদ্দিন ওয়েসী ছিল। যোগী আদিত্যানাথ হায়দ্রাবাদে ঢুকে কট্টরপন্থী ইসলামিক নেতাকে আক্রমণ করেন। এই হায়দ্রাবাদকে নিজের গড় বলে প্রচার করে AIMIM এই নেতা ওয়েসী। যোগী আদিত্যানাথ বলেন, যদি তেলেঙ্গানায় বিজেপির পার্টি গঠন হয় তবে ওয়েসী এমনি পালিয়ে যাবে। জানিয়ে দি, হায়দ্রাবাদ একটা মুসলিম বহুল এলাকা যেখানের সংসদ ওয়েসী। হায়দ্রাবাদের মুসলিমরা ওয়েসীকে ভোট দিয়ে জেতায় কারণ ওয়েসী জিহাদি, কট্টরপন্থী ও ইসলামিক আতঙ্কবাদের সমর্থন করে। আপনি যদি আমাদের indiarag.com এর নিয়মিত পাঠক হন তাহলে ওয়েসীর পার্টি AIMIM এর ইতিহাস জানেন।
সংক্ষেপে আরো একবার জানিয়ে দি, AIMIM সেই পার্টি যারা স্বাধীনতার পর হায়দ্রাবাদকে পাকিস্থানের সাথে জুড়তে চেয়েছিল। সেই সময় AIMIM পার্টি MIM নামে পরিচিত ছিল। AIMIM পার্টি বরাবর থেকেই ভারতীয় মুসলিমদের কট্টরপন্থী হওয়ার দিকে উস্কানি দেয়। ওয়েসী বহুবার মোদী- যোগীর মতো নেতাদের হায়দ্রাবাদ আসার জন্য চ্যালেঞ্জ ছুড়েছেন। আজকে যোগী আদিত্যানাথ হায়দ্রাবাদ পৌঁছে ওয়েসীকে আক্রমন করেন কিন্তু ওয়েসী ও তার কট্টরপন্থী সাথীরা ইঁদুরের মতো লুকিয়ে ছিল।
যোগী আদিত্যানাথের সামনে এসে বিরোধ করার সাহস পর্যন্ত পাইনি কট্টরপন্থীরা। তেলেঙ্গানায় যতগুলি পার্টি রয়েছে প্রত্যেক পার্টি কট্টরপন্থীদের তুষ্টিকরন করার নীতি নিয়ে চলে। বিজেপি একমাত্র পার্টি যারা হায়দ্রাবাদে কট্টরপন্থীদের বিরুদ্ধে কথা বলতে পারে। তবে এটা নিশ্চিত যে, যদি তেলেঙ্গানায় কোনোভাবে হিন্দুরা এক হয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে পারে তাহলে এমন বহু কিছু দেখা যাবে যা আজ পর্যন্ত কখনও হয়নি।
আজ যোগী আদিত্যানাথ হায়দ্রাবাদে ঢুকে আসাউদ্দিন ওয়েসীর উদ্দেশ্যে বলেছেন, যদি তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় আসে তবে ওয়েসী এমনিতেই হায়দ্রাবাদ ছেড়ে পলায়ন করবে ঠিক যেমনভাবে হায়দ্রাবাদের নিজাম পালিয়েছিল। ওয়েসী বহুদিন ধরে হায়দ্রাবাদে ক্ষমতায় থেকে হায়দ্রাবাদকে কট্টরপন্থীদের আস্থানগড় বানিয়ে তুলেছে এর মধ্যে বিজেপি যদি কোনোভাবে ক্ষমতায় আসার সুযোগ পায় তবে কট্টরপন্থীদের কোমর ভাঙার কাজ শুরু হয়ে যাবে।
from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর https://ift.tt/2FStH4j
Bengali News