-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ছাতা নিতে অস্বীকার, বৃষ্টিতে ভিজে গার্ড অফ অনার নিলেন রাষ্ট্রপতি

- October 08, 2017
 মন্ত্রী বা আমলাদের কথা ছেড়েই দিন, বিধায়ক এমনকি শাসকদলের কোনও নেতাও যদি বৃষ্টিভেজা বা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান, তাহলে তাঁর মাথায় ছাতা ধরে্ দাঁড়িয়ে থাকেন অনুগামীরা। কখনও কখনও আবার জল থেকে পা বাঁচাতে অনুগামীদের কাঁধেও চড়তে দেখা যায় জনপ্রতিনিধিদের। আর তিনি তো দেশের রাষ্ট্রপতি। তাই প্রবল বৃষ্টির মধ্যে যখন কেরলের তিরুবনন্তপুরমের বিমানবন্দরে নামলেন রামনাথ কোবিন্দ, তখন ছাতা নিয়ে তাঁর কাছে পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। কিন্তু, তাঁদের ফিরিয়ে দিলেন রাষ্ট্রপতি। বৃষ্টিতে ভিজে ডায়াসে দাঁড়িয়ে রীতিমাফিক গার্ড অফ অনার নিলেন তিনি।
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম রাজ্যওয়াড়ি সফর। রবিবার সকালে কেরলে পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু, সকালে সাড়ে ন’টা নাগাদ যখন বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি, তখন তুমুল বৃষ্টি হচ্ছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যপাল পি সদাশিবম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাষ্ট্রপতি বিমান থেকে নামতেই ছাতা দিয়ে ছুটে যান তাঁর নিরাপত্তাকর্মীরা। কিন্তু, প্রবল বৃষ্টিতেও ছাতা নিতে অস্বীকার করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃষ্টিতে ভিজেই ডায়াসে দাঁড়িয়ে গার্ড অফ অনার নেন তিনি। বিমানবন্দরের উপস্থিত অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা অবশ্য তখন বৃষ্টি থেকে বাঁচতে শামিয়ানার নিচে আশ্রয় নিয়েছেন। পরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, তিরুবনন্তপুরম থেকে হেলিকপ্টারে কোলাম উড়ে যান রাষ্ট্রপতি। সেখানে এক সমাজসেবামূলক অনুষ্ঠানের সূচনা করেন তিনি। রবিবারই দিল্লি ফিরে আসার কথা রাষ্ট্রপতির।
প্রসঙ্গত, দেশ থেকে ‘ভিআইপি কালচার’-এর অবলুপ্তি ঘটাতে উদ্যোগ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রী, সাংসদ ও আমলাদের গাড়িতে লালবাতি লাগানো গাড়ি ব্যবহারে জারি হয়েছে নিষেধাজ্ঞা। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার স্পিকার ছাড়া কেউ গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। রবিবারের ঘটনার পর অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর সেই প্রচেষ্টার শরিক হওয়ারই বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
 

Start typing and press Enter to search