আসানসোল: ইএসআই হাসপাতাল চত্বরে বিএমসি নার্সিং কলেজ নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রি মলয় ঘটক।শনিবার আসানসোল ইএসআই হাসপাতাল পরিদর্শনে যান তিনি।
এদিন মন্ত্রি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।রোগীদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন
এরপর ওই হাসপাতালের পাঁচিল নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।হাসপাতাল চত্বরে এডিডি এর সহায়তায় বিএমসি এর তিনতলা ভবন নির্মাণের কাজ চলছে।এক বছরের মধ্যে ওই নার্সিং কলেজের নিজস্ব ভবন,হোস্টেল নির্মাণের সময়সীমা ধার্য করা হয়েছে।
আসানসোলে ইএসআই বড় হাসপাতাল হলেও এখানে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা ছিল না।মন্ত্রীর উদ্যোগে এখানে পৃথক চোখের অপারেশন থিয়েটার তৈরী হয়েছে।তার যন্ত্রপাতিও এসে গিয়েছে।হাসপাতাল সুপার বলেন,'আশা করছি ,কালীপুজোর পর মন্ত্রী এই বিভাগের উদ্বোধন করতে পারবেন।এতে প্রচুর মানুষ উপকৃত হবেন।'
Source-eisamay
এদিন মন্ত্রি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।রোগীদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন
এরপর ওই হাসপাতালের পাঁচিল নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।হাসপাতাল চত্বরে এডিডি এর সহায়তায় বিএমসি এর তিনতলা ভবন নির্মাণের কাজ চলছে।এক বছরের মধ্যে ওই নার্সিং কলেজের নিজস্ব ভবন,হোস্টেল নির্মাণের সময়সীমা ধার্য করা হয়েছে।
আসানসোলে ইএসআই বড় হাসপাতাল হলেও এখানে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা ছিল না।মন্ত্রীর উদ্যোগে এখানে পৃথক চোখের অপারেশন থিয়েটার তৈরী হয়েছে।তার যন্ত্রপাতিও এসে গিয়েছে।হাসপাতাল সুপার বলেন,'আশা করছি ,কালীপুজোর পর মন্ত্রী এই বিভাগের উদ্বোধন করতে পারবেন।এতে প্রচুর মানুষ উপকৃত হবেন।'
Source-eisamay