-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

খাতা খুলতে পারল না পাকিস্তান! টোকিও অলিম্পিকে মুখ পুড়লো ইমরাণের দেশের

- August 11, 2021


টোকিও অলিম্পিকে ভারত সহ পুরো বিশ্বের অন্যান্য দেশের খেলোয়াড়রা অংশ নিয়েছিল। নিজের নিজের প্রদর্শনের দ্বারা অংশগ্রহণকারীরা বিশ্ববাসীর মন জয় করেছে। ভারতের দুর্দান্ত জাভ্লিন থ্রওার নিরজ চোপড়া গোল্ড মেডেল জিতে ইতিহাস গড়েছেন। এথেলেটিকে এটাই ভারতের প্রথম গোল্ড মেডেল, জা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভারত সহ বিশ্বের অনেক দেশের খেলোয়াড়রা মেডেল জিতেছে। তবে এই তালিকায় নাম নেই পাকিস্তানের,অলিম্পিক খেলা ৮ আগস্ট সমাপ্ত হয়েছে। তবে পাকিস্তান এবারেও নিজের খাতা খুলতে পারেনি।

ভারতের খিলাড়িরা দেশের জন্য একটা স্বর্ণ পদক, ২ টি সিলভার পদক এবং ৪ টি ব্রোঞ্জ পদক জিতে ৪৭ তম স্থান দখল করেছে। অন্যদিকে পাকিস্তান আরও একবার পদক জিততে বার্থ হয়েছে। লক্ষণীয়, মেডেল জেতার কথা উঠলে ভারত অ পাকিস্তানের তুলনা হয়েই থাকে। ক্রিকেট হোক বা অন্য কোনও খেলা, সব খেত্রেই পাক মিডিয়ার হৈচৈ সবার নজর কাড়ে। তবে অদ্ভুত ব্যাপার এই যে, অলিম্পিকে মেডেল জেতা নিয়ে পাক মিডিয়া একেবারে চুপ।

যেহেতু অলিম্পিক খেলায় পাকিস্তান লজ্জাজনভাবে পিছিয়ে পড়েছে, তাই এই নিয়ে কোনও চর্চা করতেও রাজি নয় পাকিস্তান। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ২৯ বছর ধরে পাকিস্তান মেডেল জেতার চেষ্টায় রয়েছে। তবে ১৯৯২ সালে বারসিলিনও অলিম্পিক গেমসের পর থেকে পাকিস্তান কোনও মেডেল জিততে পারেনি।

টোকিও অলিম্পিকে পাকিস্তানের আরশাদ নাদিম মেডেল জিতবে বলে আশা করেছিল পাকিস্তান। জাভ্লিন ছোঁড়ার ক্ষেত্রে আরশাদ নাদিম পঞ্চম স্থানে ছিল। এদিকে ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া জাভ্লিন ছোঁড়ায় দেশের নাম উজ্জ্বল কোড়ে সোনা নিয়ে এসেছেন। এবার পাকিস্তান মেডেল জিততে বিফল হওয়ায় তাদেরকে ২০২৪ অবধি অপেক্ষা করতে হবে। জানিয়ে দি, পরবর্তী অলিম্পিক ফ্রান্স এর প্যারিস শহরে অনুষ্ঠিত হবে।

The post খাতা খুলতে পারল না পাকিস্তান! টোকিও অলিম্পিকে মুখ পুড়লো ইমরাণের দেশের first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3xCiYR2
Bengali News
 

Start typing and press Enter to search