-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

৪০ জায়গায় CBI রেইড, ১৯০ জনের বিরুদ্ধে FIR! অখিলেশ আমলের প্রকল্পে ১৪৩৭ কোটি টাকার হিসেব নেই

- July 05, 2021

লখনউঃ উত্তর প্রদেশে ‘গোমতী রিভার ফ্রন্ট প্রকল্প” দুর্নীতি মামলায় CBI একসঙ্গে ৪০টি জায়গায় তল্লাশি চালায়। CBI এই মামলায় ১৯০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই প্রকল্প অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে একটি ছিল। অভিযুক্তদের মধ্যে বেশীরভাগই সুপারিন্টেন্ড ইঞ্জিনিয়ার রয়েছেন।

CBI লখনউ, কলকাতা, আলওয়ার, সীতাপুর, রায়বেরালি, গাজিয়াবাদ, নয়ডা, মেরঠ, বুলন্দশহর, ইটাওয়া, আলীগড় এটা, গোরক্ষপুর, মুরাদাবাদ আর আগরায় একসঙ্গে ৪০টি জায়গায় তল্লাশি চালায়। রাজধানী লখনউয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ যোগী আদিত্যনাথ সরকারের নির্দেশে সেচ বিভাগের তরফ থেকে লখনউ-এর গোমতী নগর থানায় মামলা দায়ের করেছিল। CBI সেই ভিত্তিতেই তদন্ত শুরু করে।

গোমতী রিভার ফ্রন্ট প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রকল্প পুরো করার অনেক আগেই ৯৫ শতাংশ টাকা খরচের অভিযোগও উঠেছিল। সেই টাকা কোথায় গেছে সেটা নিয়েই তদন্তে নেমেছে সিবিআই। ভুয়ো খরচ দেখিয়ে প্রকল্পের টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছিল। সরকারের বিরুদ্ধেও এই প্রকল্পে বেনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছিল।

এই প্রকল্পের জন্য মোট ১ হাজার ৫১৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। যার মধ্যে ১ হাজার ৪৩৭ কোটি টাকা খরচের পরেও ৬০ শতাংশও কাজ না হওয়ার অভিযোগ উঠেছে। যেই কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল, সেটি সন্দেহজনক বলে গণ্য হয়েছে। অভিযোগ, ওই কোম্পানি আগে থেকে খেলাপকারী বলে অভিযোগ উঠেছিল। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ সরকার আসার পর এই দুর্নীতির মুখোশ খোলে। এরপরই তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এলাহাবাদ হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অলোক সিংয়ের নেতৃত্বে গঠিত কমিটি এই প্রকল্পে এফআই দায়ের করা এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিল। এরপর ৯ জুন ২০১৭ সালে সেচ বিভাগের ইঞ্জিনিয়ার ডঃ অম্বুজ দ্বিবেদীর বিরুদ্ধে গোমতী নগর থাকার আর্থিক তছরুপ, প্রতারণা সহ অভিযোগ দায়ের হয়েছিল। এখন সিবিআই এই মামলার তদন্ত করছে।

২০১৫ সালে প্রকল্পটি লঞ্চ হয়েছিল। অনেক পরিবেশবীদই জানিয়েছিলেন যে, ইকোসিস্টেমের জন্য এই প্রকল্পটি ঠিক নয়। এই বছরের মার্চ মাসে উত্তর প্রদেশ সরকার আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এই মামলায় ঘুষ, আর্থিক তছরুপ সহ অনেক প্রমাণই সিবিআই হাসিল করেছে।

The post ৪০ জায়গায় CBI রেইড, ১৯০ জনের বিরুদ্ধে FIR! অখিলেশ আমলের প্রকল্পে ১৪৩৭ কোটি টাকার হিসেব নেই first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3qOetRR
Bengali News
 

Start typing and press Enter to search