অযোধ্যাঃ আগামী বছর দেশের সবথেকে বড় হাইভোল্টেজ রাজ্য উত্তর প্রদেশে বিধানসভার নির্বাচন হতে চলেছে। আর এরই মধ্যে শোনা যাচ্ছে যে, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অযোধ্য বিধানসভা আসন থেকে ২০২২-এর নির্বাচনে লড়তে পারবেন। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে ইউপির রাজনীতিতে বড়সড় প্রভাব দেখা দেবে। আরেকদিকে, এই খবর সামনে আসার পর অযোধ্যা থেকে বিজেপির বর্তমান বিধায়ক বেদ প্রকাশ গুপ্তা (Ved Prakash Gupta) বড় বয়ান দিয়ে বলেছেন, তিনি যোগী আদিত্যনাথের জন্য নিজের আসন ছেড়ে দিতে প্রস্তুত।
বিধায়ক বেদ প্রকাশ গুপ্তা বলেন, যদি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেন, তাহলে সেটা অযোধ্যার জনতার কাছে গর্বের বিষয় হবে। আর এর জন্য আমি নিজের আসন ছাড়তেও প্রস্তুত। বিধায়ক আরও বলেন, এবার বিজেপি সিটিং বিধায়কদের টিকিটে ফেরবদল করবে, সেই হিসেবে যোগী আদিত্যনাথের অযোধ্যা আসন থেকে লড়ার সম্ভাবনা আরও প্রবল হচ্ছে।
অন্যদিকে, রবিবার যোগী আদিত্যনাথ অযোধ্যার সফরে যাচ্ছেন। রবিবার দুপুর ১ টা নাগাদ তিনি অযোধ্যায় পৌঁছবেন। সেখানে দর্শননগর দশরথ মেডিক্যাল কলেজের সমীক্ষা করবেন এবং করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচার জন্য প্রশাসন কী প্রস্তুতি নিয়ছে, সেটার পর্যবেক্ষণ করবেন। এছাড়াও অক্সিজেন প্ল্যান্টেরও পর্যবেক্ষণ করবেন।
দুপুর ২ টো নাগাদ যোগী আদিত্যনাথ রাম জন্মভূমিতে পৌঁছবেন। সেখানে তিনি রামললার দর্শন করবেন আর রাম মন্দির নির্মাণের কাজ কতটা হল, সেটাও দেখবেন। রাম জন্মভূমির নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী আধিকারিকদের সঙ্গে চর্চা করবেন। বলে দিই, সম্প্রতি লখনউ থেকে গ্রেফতার আলকায়েদার জঙ্গির কাছ থেকে অযোধ্যার প্রধান মন্দিরের নকশা উদ্ধার হয়েছে। আর এরপর থেকেই যোগী সরকার অযোধ্যার নিরাপত্তা নিয়ে আরও সজাগ হয়েছে।
The post উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ‘রাম জন্মভূমি” অযোধ্যা থেকে প্রার্থী হবেন যোগী আদিত্যনাথ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3i4UtYp
Bengali News