মাত্র কয়েক বছর আগেও ভারতীয় রাজনীতিতে এক পক্ষ লাগাতার ভগবান রামের অস্তিত নিয়ে প্রশ্ন তুলতো। তবে হিন্দুত্ব জাতীয়তাবাদের বন্যায় সেই সমস্ত রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে টালমাটাল পরিস্থিতি উৎপন্ন হয়েছে। তার তাজা প্রমান পাওয়া গেল উত্তরপ্রদেশে। যেখানে বহুজন সমাজ পার্টি ক্ষমতায় আসার জন্য দ্রুতগতিতে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।
আগত উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে দেশজুড়ে আরো একবার রাজনৈতিক আলোড়ন দেখা দিতে শুরু হয়েছে। প্রায় সমস্ত রাজনৈতিক দল কোমর বেঁধে ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য মাঠে নেমে পড়েছে। যেহেতু যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্ৰদেশে সরকার চলছে তাই বেশিরভাগ রাজনৈতিক দল এই নির্বাচনে বিজেপিকে টার্গেট করে প্রচার শুরু করেছে।
বহুজন সমাজ পার্টির (BSP) নেতা ও রাজ্যসভার সাংসদ সতীশ চন্দ্র মিশ্র উত্তর প্রদেশ নির্বাচনকে মাথায় রেখে বড়ো ঘোষণা করেছেন। বসপা নেতা সতীশ চন্দ্র মিশ্র বলেছেন যে তাদের সরকার ক্ষমতায় এলে তারা দ্রুতগতিতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হবে। উনি শুক্রবার দিন এক সম্মেলন থেকে বলেন, “বিজেপি ভগবান রামের কথা বলে কিন্তু মা সীতার কথা বলে না। মা সীতাকে ছাড়া রামের কথা বলা অসম্পূর্ণ।”
উত্তরপ্রদেশে নির্বাচন প্রস্তুতির শঙ্খধ্বনি বেজে উঠেছে। যে কারণে প্রতিটি রাজনৈতিক দল জনগণকে প্রভাবিত করতে নেমেছে। অন্যান্য বছর রাজনৈতিক দলগুলিকে মূলত তোষন নীতিকে ভিত্তি করে রাজনৈতিক প্রচার করতে দেখা যায়। অন্যদিকে এবারের নির্বাচনে একেবারে উল্টো ছবি দেখা মিলছে উত্তরপ্রদেশ। স্পষ্টতই জনগনের মধ্যে হিন্দুত্ববাদী মনোভাব রাজনৈতিক নেতাদের এমন গিরগিটির মতো পাল্টে যেতে বাধ্য করেছে।
The post “আমরা ক্ষমতায় এলে দ্রুতগতিতে রাম মন্দির নির্মান করবো”- ভোট পেতে ঘোষণা মায়াবতীর পার্টির first appeared on India Rag .from India Rag https://ift.tt/3rxRTNy
Bengali News