ভারত দেশকে আগামী দিনের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে দেখছে বিনিয়োগকারীরা। চীনের আগ্রাসন রুখে দাঁড়াতে এবং বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে এবার ভারতের সবথেকে বড়ো ভূমিকা হবে বলে দাবি তাবড় তাবড় সংস্থার। আর এই কারণেই শিল্পপতি থেকে শুরু করে ব্যাবসায়ীরা ভারতে ইনভেস্টের বিষয়ে বড়ো ধরনের প্রয়াস শুরু করেছে। ফলস্বরূপ ভারতের প্রায় প্রতিটি রাজ্য ইনভেস্টমেন্ট টানার দৌড়ে লেগে পড়েছে।
অবশ্য রাজনৈতিক উপদ্রবের কারণে বিনিয়োগকারীরা এড়িয়ে যাচ্ছেন বেশকিছু রাজ্য। প্রতিটি রাজ্য যখন বিনিয়োগ টানার দৌড়ে নেমেছে তখন এ রাজ্যে TATA কে আরো একবার আমন্ত্রণ জানালেন পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই বিনিয়োগ নিয়ে বক্তব্য রাখতে টাটা ইন্ডাস্ট্রিকে স্বাগত জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন আরো একবার তার মুখে শোনা গেল একই কথা।
পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, টাটা এলে আমরা খুশি হব, ওরা আমাদের শত্রু নয়। ১৩ বছর আগে তৃণমূল কংগ্রেসের কারণেই রাজ্য ছাড়তে হয়েছিল টাটাদের। সেই সময় TATA কে আপন করে নিয়েছিল গুজরাট। ওই ক্ষতের উপর মলম লাগানোর চেষ্টাও করেন পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, বহু ফসলী জমি নেওয়া হচ্ছিল, কৃষকরা অনিচ্ছুক ছিল। TATA আমাদের শত্রু নয়, তাদের কোনো প্রস্তাব থাকলে আমরা তা স্বাগত জানাবো। এর আগে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ওদের বিরুদ্ধে আমাদের লড়াই কোনোদিন ছিল না। বাম আমলে যেভাবে জমি অধিগ্রহণ করা হচ্ছিল তা নিয়ে আমাদের সমস্যা ছিল।
The post “TATA এলে খুশি হব”- আরো একবার পশ্চিমবঙ্গে টাটাদের আমন্ত্রণ জানিয়ে বললেন পার্থ চট্টোপাধ্যায় first appeared on India Rag .from India Rag https://ift.tt/3rBIMLY
Bengali News