-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পরপর দুজন হিন্দু মহিলার সঙ্গে নিকাহ করে দুজনকেই তালাক দিলেন আমির খান

- July 03, 2021

নয়া দিল্লীঃ দীর্ঘ ১৫ বছর দাম্পত‍্য সম্পর্কে থাকার পর বিবাহ বিচ্ছেদের (divorce) পথে হাঁটলেন আমির খান (aamir khan) ও কিরণ রাও (kiran rao)। একটি যৌথ বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষন করেছেন এই তারকা দম্পতি। কিরণ আমিরের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রীনা ঘোষকে বিচ্ছেদ দিয়ে কিরণকে বিয়ে করেছিলেন আমির। একটি লম্বা বিবৃতিতে আমির ও কিরণ জানান অনেক দিন ধরেই বিবাহ বিচ্ছেদ করার পরিকল্পন করছিলেন তাঁরা। আলাদা হয়ে গেলেও ছেলে আজাদের অভিভাবক থাকবেন দুজনেই। একসঙ্গেই তাকে বড় করে তুলবেন। তাঁরা আরো জানিয়েছেন, তাঁদের সংস্থা ‘পানি ফাউন্ডেশন’ এর জন‍্য যৌথ উদ‍্যোগেই কাজ করবেন।

বিবৃতিতে তাঁরা লেখেন, ‘এই সুন্দর ১৫টি বছরে আমরা অভিজ্ঞতা, আনন্দ ও হাসি ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্কও বিশ্বাস, সম্মান ও ভালবাসায় বেড়ে উঠেছে। এখন আমরা জীবনের নতুন অধ‍্যায় শুরু করতে চাই, স্বামী স্ত্রী হিসেবে নয়, বরং আমাদের সন্তানের সহ অভিভাবক হিসেবে ও একে অপরের পরিবার হিসেবে। আমরা আগেই বিচ্ছেদের পরিকল্পনা করেছিলাম এবং এখন তা আনুষ্ঠানিক করতেও কোনো দ্বিধা নেই।

ছেলে আজাদের অভিভাবক থাকবো আমরা দুজনেই, একসঙ্গেই তাকে বড় করে তুলবো। এছাড়াও আমরা ছবি, পানি ফাউন্ডেশন ও অন‍্যান‍্য প্রোজেক্টে যৌথ উদ‍্যোগেই কাজ করব। আমাদের বন্ধু ও পরিবারকে ধন‍্যবাদ যারা আমাদের সবসময় সমর্থন করে গিয়েছেন, তাদের ছাহা এই সিদ্ধান্ত আমরা নিতে পারতাম না। আমাদের শুভাকাঙ্খীদের শুভেচ্ছা ও প্রার্থনার জন‍্য অনুরোধ করব এবং আশা করব আমাদের মতো তারাও যেন একে বিচ্ছেদ হিসেবে নয় বরং নতুন শুরু হিসেবে দেখেন।’

প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। যদিও তার আগে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন দুজন। দেখতে দেখতে বিবাহিত জীবনের ১৫ বছর কাটিয়ে দিয়েছেন আমির কিরণ। অনেকেই জানেন না কিরণ রাও কিন্তু এক সময় আমিরের প্রথম স্ত্রী রীনার সহকারী হিসেবেও কাজ করেছেন। প্রথম বিচ্ছেদের পরেই কিরণের কাছাকাছি আসেন আমির। বিয়ের পর ২০১১ তে সারোগেসির মাধ‍্যমে ছেলে আজাদের জন্ম দেন কিরণ রাও।

উল্লেখ্য, আমির খানের দুই স্ত্রীই হিন্দু ছিলেন। আর দুজনের সঙ্গে কয়েক বছর সম্পর্ক রাখার পর দুজনকেই তালাক দেন তিনি। এখন প্রশ্ন উঠছে তিনি কি আরেকটি বিয়ে করবেন, না এখানেই ইতি?

The post পরপর দুজন হিন্দু মহিলার সঙ্গে নিকাহ করে দুজনকেই তালাক দিলেন আমির খান first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3qVD33j
Bengali News
 

Start typing and press Enter to search