ভারতীয় সিপিএমের ঊধ্বতন থেকে অধঃস্তন নেতৃবৃন্দের চীন প্রেম নিয়ে সকলেই কম বেশি জানে। তারা চীনের চেয়ারম্যানকে নিজেদের চেয়ারম্যান বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করে থাকে বলেও অনেকে কটাক্ষ করেন। অথচ লাদাখ সীমান্তে জিনপিংয়ের লালফৌজের দৌরাত্ম্য সম্পর্কে তারা একটি শব্দও খরচ করতে দেখা যায় না। ভারত সরকার যতই শান্তিপূর্ণ মনোভাব নিয়ে চলুক না কেন চীন কোনভাবেই শান্তিচুক্তি করতে নারাজ বরং ভারতের অঞ্চল অবৈধভাবে দখল করে নিতে পারলেই যেন তাদের সন্তুষ্টি।
লাদাখ অঞ্চলে যে স্থিতাবস্থা রয়েছে তা বদলে দেওয়ার উদ্দেশ্যে ‘উস্কানিমূলক সামরিক তৎপরতা’ চালাচ্ছে চীন। এসবের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ চীন ১০০ বছর পূর্ণ করায় ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটি অভিনন্দন বার্তা পোস্ট করেছে। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে।
সেই পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বামপন্থী যুবক-যুবতীরা সেটা নিয়ে যতটা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে। অন্যদিকে, দেশবাসীর বেশিরভাগই কিন্তু এই ঘটনার নিন্দা করেছে। তারা ইয়েচুরি থেকে শুরু করে সিপিএম নেতাদের তীব্র ভর্ৎসনা করেছে। এই অভিনন্দন বার্তা নেটিজেনরা মোটেও ভাল চোখে নেয়নি। চীনকে নিয়ে ভারতবাসীর স্বভাবতই ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভ যে খুবই স্বাভাবিক তা সকলেই জানে।
নেটিজেনদের বেশ কিছু জন কমেন্ট বক্সে অভিযোগ তুলেছে যে চীনকে পথপ্রদর্শক হিসেবে মনে করে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যরা। সেই কারণেই তারা ভারতের মাটিতে বসে ভারত বিরোধী কার্যকলাপে উৎসাহিত হয়ে ওঠে এবং চীনকে সাপোর্ট করে সোশ্যাল মিডিয়ায় গুণোগান গাইতে থাকে। এদের বিরুদ্ধে ভারত সরকারের উচিত অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
প্রসঙ্গত, সীমান্ত অঞ্চলে লাদাখকে নিয়ে যখন ভারত এবং চীনের ঠান্ডা যুদ্ধ লেগেই রয়েছে এবং করোনাভাইরাসের প্রভাবে যে আজকে সমগ্র পৃথিবী ব্যাপী মহামারী তৈরি হয়েছে তাতে চীনের অবদান রয়েছে বলে অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষ দাবি করেছে।
The post ১০০ বছর পূর্ণ হলো চীনের কমিউনিস্ট পার্টির! শুভেচ্ছা জানিয়ে বিতর্কে জড়ালেন ইয়েচুরিরা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3yhwHxk
Bengali News