-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আত’ঙ্কবাদীদের প্রয়োজন ডাক্তার ও ইঞ্জিনিয়ার! নিয়োগ করা হবে বাম শাসিত কেরালা থেকে

- July 02, 2021

কেরালাকে বামপন্থীদের স্বর্গরাজ্য বলা হয়। কেরালা নিয়ে তাদের অহংকারের শেষ নেই। কিন্তু সেক্যুলারপন্থীরা কিছুতেই স্বীকার করে না কেরালা ইসলামিক স্টেটের আদি ঘাঁটি। অবশ্য এ বিষয়ে বহু আগেই রাষ্ট্রসংঘ ভারতকে সতর্ক করে বলেছিল কর্নাটক ও কেরালায় ‘যথেষ্ট সংখ্যায়’ আইএসআইএস জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। স’ন্ত্রাসবাদ রাষ্ট্রসংঘরে রিপোর্টে এই বিষয়টি উল্লেখ ছিল।

রিপোর্টে বলা হয়েছিল, ভারতীয় উপমহাদেশে সক্রিয় রয়েছে প্রায় ১৫০ থেকে ২০০ আল কায়দা জ’ঙ্গি। এরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনার সঙ্গে যুক্ত।
বহু আগের সেই উদ্বেগের উপর সীলমোহর দিয়ে কেরালার বর্তমান পুলিশ প্রধান (DGP) লোকনাথ বেহেরা টেলিভিশন চ্যানেলগুলিতে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন, কেরালায় বর্তমানে উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি আরও বলেছেন, যে ডি-রেডিকালাইজেশন এবং কাউন্টার রেডিকালাইজেশন কর্মসূচির মাধ্যমে এটিকে মোকাবিলার জন্য রাজ্য পুলিশ কর্তৃক বড়সড় প্রচেষ্টা চালাচ্ছে। ডিজিপি জানিয়েছেন, যে ইসলামিক স্টেটে (আইএস) লোক নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত ভয়াবহ একটি বিষয় একই সঙ্গে উদ্বেগেরও। তবে সম্প্রতি সেই হার কিছুটা নেমে এসেছে বলেও তাঁর দাবি।

পুলিশের মতে, যেহেতু কেরালার বেশিরভাগ জনগণ শিক্ষিত তাই ইসলামিক স্টেট বা আইএস নিজেদের অবৈধ কাজ পরিচালনার জন্য ইঞ্জিনিয়ার এবং ডাক্তারের খোঁজের সময় কেরালায় তাদের পরিচালিত চক্রের সঙ্গে যোগাযোগ করে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, কেরালা থেকে বহু জন দেশবিরোধী, জাতিবিরোধী এই নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়। পুলিশ স্পষ্ট জানিয়েছে যে চিকিৎসক, ইঞ্জিনিয়ারের জন্য আ’তঙ্কবাদীরা সর্বপ্রথম কেরালা রাজ্যকে বেছে নিচ্ছে।

বেহেরা বলেছেন, যে রাজ্যে কড়া ইউএপিএ’র আবেদন করার বিষয়ে তাঁর কোনও আপত্তি নেই। তিনি একথাও জানিয়েছেন, পুলিশ বিশেষ করে স’ন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) সন্ত্রাসবাদী কাজকর্ম রক্ষার জন্য দুর্দান্তভাবে কাজ করছে। এটিএস দুর্বল জনগোষ্ঠী চিহ্নিত করার পাশাপাশি পিতামাতার সাহায্য নিয়ে দুষ্কর্মে লিপ্ত যুবক-যুবতীদের বিভিন্ন সুপরামর্শ প্রদানের মাধ্যমে সমাজের মেনস্ট্রিমে নিয়ে আসছে।

The post আত’ঙ্কবাদীদের প্রয়োজন ডাক্তার ও ইঞ্জিনিয়ার! নিয়োগ করা হবে বাম শাসিত কেরালা থেকে first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3hxoz5n
Bengali News
 

Start typing and press Enter to search