নয়া দিল্লীঃ পাকিস্তানে (Pakistan) ধর্মঅবমাননায় অভিযুক্ত এক ব্যক্তি মুক্তি পেতেই এক পুলিশ কর্মী তাঁকে হত্যা করে দেয়। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গ্রেফতারও করা হয়েছে। মহম্মদ ওয়াকাস ধর্মঅবমাননার মিথ্যা অভিযোগে ইতিমধ্যে চার বছর জেলের সাজা ভুগেছিলেন। গত বছর তিনি মুক্তি পেয়েছিলেন, আর এরপর থেকে তিনি আন্ডারগ্রাউন্ড ছিল। বাড়ি ফিরতেই তাঁকে হত্যা করে পাকিস্তানের একজন আইন রক্ষক।
পুলিশের মুখপাত্র আহমেদ নওয়াজ জানান, মধ্য পাকিস্তানের সদিকাবাদ জেলায় শুক্রবার ওয়াকাসের হত্যা হয়েছে। তিনি জানান, ২১ বছর বয়সী অভিযুক্ত কনস্টেবল কয়েক মাস আগেই পুলিশে ভর্তি হয়েছিল। সে ওয়াকাসের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিল।
২০১৬ সালে ওয়াকাসের বিরুদ্ধে ধর্মঅবমাননার অভিযোগ উঠেছিল। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের উপর ভিত্তি করে ওয়াকাসের বিরুদ্ধে অভিযোগ করা হয়ে যে, তিনি পয়গম্বর মহম্মদের অপমান করেছিলেন। গত বছর লাহোর হাইকোর্ট তাঁকে নির্দোষ বলে রায় ঘোষণা করে। পুলিশের মুখপাত্র জানান, ‘জেল থেকে মুক্ত হওয়ার পর ওয়াকাস দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড ছিল। কয়েক সপ্তাহ আগেই সে বাড়ি ফিরেছিল।
ইসলামিক দেশ পাকিস্তানে ধর্মঅবমাননার কারণে মৃত্যুদণ্ডের সাজার নিদান আছে। পাকিস্তানি আদালত এখনও পর্যন্ত অনেককেই এই অভিযোগে দোষী সাব্যস্ত করেছে, যদিও এখনও কাওর মৃত্যুর সাজা ঘোষণা হয়নি। পাকিস্তানের ধর্মঅবমাননার আইন দীর্ঘদিন ধরেই সমালোচনার বিষয়বস্তু রয়েছে। এই অভিযোগে অভিযুক্ত অনেককেই এখনও পর্যন্ত খুন করা হয়েছে। জুলাই ২০২০ সালে পাকিস্তানি বংশোদ্ভুত এক আমেরিকান নাগরিককেও ধর্মঅবমাননার জন্য খুন হতে হয়েছিল।
The post ধর্মঅবমাননার মিথ্যা অভিযোগে ৪ বছর জেল খাটার পর পুলিশের হাতে খুন পাকিস্তানি first appeared on India Rag .from India Rag https://ift.tt/3hfP4gq
Bengali News