ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের নেতা মন্ত্রী বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। একের পর এক অভিনব অভিযোগ সংবাদ মাধ্যমের পাতায় উঠে এসেছে। এবার অবৈধ অট্টালিকা নির্মাণ কেন্দ্রকে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
পুকুর বুজিয়ে বিশাল অট্টালিকা তৈরি করা হয়েছে এবং তার জেরেই আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে। মামলা দায়ের করা হয়েছে বীরভূমের ইলামবাজার ব্লকের বাতিকার অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি বদরুল রহমানের বিরুদ্ধে। সূত্রের খবর, ২০১৯ সালে মামলা করা হয়েছে কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মামলার রায় দিয়েছে আদালত। সেই রায় অনুযায়ী, শনিবার কার্যত বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেই অট্টলিকা।
মার্বেল এবং টাইলস দিয়ে তৈরি এই বিরাট অট্টালিকায় তৈরি হওয়ার পরপরই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গৌড় হরি গড়াই উজ্জল মন্ডল সহ বেশকিছু স্থানীয় বাসিন্দা অভিযোগ তোলে। তাদের সকলের দাবি ছিল, ক্ষমতাবলে পুকুর বুজিয়ে দিয়ে অনৈতিকভাবে বিরাট এই প্রাসাদ নির্মাণ করেছে ওই তৃণমূল নেতা।
সেই পরিপ্রেক্ষিতে আদালতে দায়ের হয়েছে মামলা। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে ওই বিশাল বাড়িটি। এদিকে ওই তৃণমূল নেতার ভাই শেখ মইনুদ্দিন অবশ্য জানিয়েছেন, এইভাবে মামলা রুজু করা হয়েছে কেবলমাত্র নিজেদের স্বার্থ বুঝে নেওয়ার জন্যই। আমার দাদা যেহেতু এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তাই ওই তিন ব্যক্তি একযোগে ব্যক্তিগত আক্রোশ মেটাতে এই মামলা করেছে।
ওই ব্যক্তির কথায় , যখন ওই জায়গাটা কেনা হয়েছিল তখন জানতামই না ওটা পুকুরের পাড়। কিন্তু পরে জানতে পারি, ওখানে আগে পুকুর ছিল। সেই জন্য আমরা আমাদের ভুল মেনে নিয়েছি এবং মহামান্য আদালতের বিচার মাথা পেতে নিয়েছি।
The post বিরাট সুসজ্জিত অট্টালিকা বানিয়েছিল তৃণমূল নেতা! বুলডজার নামিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন first appeared on India Rag .from India Rag https://ift.tt/36WLiCX
Bengali News