মধ্যে চীনের হেনান প্রদেশে যে বন্যা এসেছে তা পুরো চীনকে কাঁপিয়ে তুলেছে। বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য চীন ড্যাম নির্মাণ করেছিল। তবে হেনানে যে বন্যা হয়েছে তা ১০০০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন। ফলস্বরূপ কোনো ড্যাম জল ধরে রাখতে সক্ষম হয়নি।
জনগণের রোষ এখন স্বাভাবিক ভাবেই চীনের কমিউনিস্ট সরকারের উপর গিয়ে পড়েছে। অন্যদিকে চীনের সংবাদ মাধ্যমগুলি সরকারের দোষ ঢাকতে একের পর এক আর্টিকেল প্ৰকাশ করতে লেগে পড়েছে। বন্যার দরুন মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে বলে জানা গেছে। যদিও এই সংখ্যা চীন সরকার লুকিয়েছে বলে একাংশের দাবি। বন্যার দরুন চীনে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে।
প্রবল বন্যার ফলে আর্থিকভাবেও চীন বড়ো ধরনের ঝটকা পেয়েছে। এখনও অবধি চীনের কমপক্ষে ১০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে দি, ১০ বিলিয়ন ডলার সংখ্যাটা এতটাই বড়ো যে এটা বিশ্বের বহু দেশের বার্ষিক বাজেট। উল্লেখ্য বিষয়, হেনান প্রদেশকে চাইনিজ সভ্যতার মূল উৎস স্রোত বলা হয়। এক সময় ওই এলাকায় ব্যাপক সবুজ অরণ্য ছিল, যা ধ্বংস করে ওই এলাকায় এখন বড়ো বড়ো শহর বসিয়ে দেওয়া হয়েছে।
মুষলধারে বৃষ্টির কারণে উক্ত এলকায় আসা বন্যা বিনাশকারী রূপ নিয়েছে। আচমকা বন্যা আসার কারণে এলাকার সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। শপিং মল, মেট্রো ট্রেন, বিভিন্ন কার্যালয় একেবারে জলের তলায় পৌঁছেছে।
2/3: A woman rescued in flood waters in Zhengzhou, Henan (video from WeChat). pic.twitter.com/6fOblgl5OL
— Bill Birtles (@billbirtles) July 20, 2021
https://platform.twitter.com/widgets.js
জানিয়ে দি, চীন টেকনোলজির দিক থেকে বেশ উন্নত। প্রাকৃতিক বিপর্যয় আটকানোর জন্য চীনের কাছে মূল্যবান বৈজ্ঞানিক সরঞ্জামাদির পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত টিম রয়েছে। তবে বন্যার দরুন মধ্যে চীনে যে প্রলয় নেমে এসেছে তা প্রতিরোধ করতে পূর্ন ব্যার্থ জিনপিং সরকার।
বিশেষজ্ঞদের মতে ১০০০ বছরে চীনে এমন বন্যা কখনো আসেনি। বন্যার কবলে ফেঁসে যাওয়া লোকজন এখন ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের অবস্থা ব্যাক্ত করছেন। সোশ্যাল মিডিয়ায় চীনের বেশকিছু ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে।
The post মধ্যে চীনে বন্যার দরুন ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে জিনপিং সরকার! ডুবল প্রায় ১০ বিলিয়ন ডলার first appeared on India Rag .from India Rag https://ift.tt/2UBGkJl
Bengali News