-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

২০ শতাংশ মুসলিম ভোটে ভর করে উত্তর প্রদেশে AIMIM প্রধান ওয়াইসিকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা

- July 03, 2021

লখনউঃ সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (Suheldev Bharatiya Samaj Party) সভাপতি ওমপ্রকাশ রাজভরের (Om Prakash Rajbhar) একটি বয়ানে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলেছেন, AIMIM পার্টির সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) যদি উত্তর প্রদেশের ভোটার হয়ে যান, তাহলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও হতে পারেন।

বিজেপির প্রাক্তন শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি তথা প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ওমপ্রকাশ রাজভর শুক্রবার বলেন, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (AIMIM) এর সভাপই আসাদউদ্দিন ওয়াইসি উত্তর প্রদেশের ভোটার হলে তিনি এখানকার মুখ্যমন্ত্রীও হতে পারবেন। ওমপ্রকাশ রাজভর বলেন, ‘উত্তর প্রদেশের প্রায় ২০ শতাংশ মুসলিম বসবাস করে। তাঁরা ভোট দিতে পারলে, ক্ষমতায়ও তাঁদের অধিকার থাকা উচিৎ। মুসলিমদের অধিকার আছে, ওদের অংশিদারিত্বও আছে।”

ওমপ্রকাশ রাজভর বলেন, বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের কথা বলা মেহবুবা মুফতির সঙ্গে সমঝোতা করে জম্মু কাশ্মীরে বিজেপি সরকার গড়েছিল। রাজভর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম না নিয়েই বলেন, উনি খুব চালাক। উত্তরাখণ্ড থেকে উত্তর প্রদেশে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন।

এর আগে আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM-এর নেতা আসিম ওয়াকার (Syed Asim Waqar) বলেছিলেন, সমস্ত রাজ্যে উপমুখ্যমন্ত্রী পদ সম্পূর্ণ ভাবে মুসলিমদের জন্য সংরক্ষিত থাকা দরকার। তিনি সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেসকে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছে। AIMIM নেতা বলেন, রাজনৈতিক দলগুলি মুসলিমদের থেকে ভোট চায় কিন্তু যখনই ডেপুটি সিএম-এর পদ চাওয়া হয়, তখনই তাঁদের সমস্যা শুরু হয়।

পরপর দুই নেতার প্রায় একই রকম বয়ানে এটা স্পষ্ট হচ্ছে যে, উত্তর প্রদেশের নির্বাচনে ধর্মীয় মেরুকরণের রাজনীতি হতে চলেছে। একদল যখন সংখ্যালঘুদের নিয়ে বলছে, তখন রাজ্যের শাসক দল বিজেপি সংখ্যাগুরুদের জন্য বিশেষ বার্তা দিতে পারেন।

The post ২০ শতাংশ মুসলিম ভোটে ভর করে উত্তর প্রদেশে AIMIM প্রধান ওয়াইসিকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3jIlJwS
Bengali News
 

Start typing and press Enter to search