-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

লকডাউনে হাজি সাহেবের জানাজায় কয়েক হাজার মানুষের ভিড়, সুরক্ষা দিল প্রশাসন আর দুই বিধায়ক

- June 01, 2021

জয়পুরঃ করোনার প্রকোপের মার সহ্য করা রাজস্থানের রাজধানী জয়পুরে লকডাউনের মধ্যে সরকার আর প্রশাসনের নাকের ডগায় সোমবার করোনা নিয়মের লঙ্ঘন করতে দেখা গেল কয়েক হাজার মানুষকে। জয়পুরের খ্যাতনামা সমাজসেবক হাজি রফত আহমেদের (Haji Rafat Ahmed) মৃত্যুর পর তাঁর হাজার অনুগামীরা শেষকৃত্যে অংশ নেয়। করোনা থেকে বাঁচাতে যেই হাজি সাহেবের আবেদনে ঈদের জুলুস বন্ধ হয়েছিল, এবার সেই হাজি সাহেবের জানাজায় প্রায় ১৫ হাজারের মতো মানুষ একত্রিত হল।

এই ভিড়ে শুধু আম জনতাই ছিল না, ভিড়ে অংশ নিয়েছিলেন জয়পুরের আদর্শ নগরের কংগ্রেস বিধায়ক রফিক খান এবং বিধায়ক আমিন কাদরি সমেত অন্যান্য কংগ্রেস নেতারা। পুলিশ এই ভিড়কে রোখার বদলে তাঁদের সুরক্ষা দেওয়া শুরু করে। হাজি সাহেবের জানাজা পুলিশি সুরক্ষায় জয়পুরের রামগঞ্জ বাজার থেকে বের হয়। জানাজার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়ায়। এরপর পুলিশ কংগ্রেস বিধায়ক রফিক খান সমেত ১১ জনের বিরুদ্ধে মহামারী আইন লঙ্ঘন করার মামলা দায়ের করে।

হাজি রফত আহমেদ জয়পুরের বিশিষ্ট সমাজসেবক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিখ্যাত। সোমবার সকালে বাড়িতে ফজরের নামাজ পড়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। সুফি বিচারধারার প্রসার আর প্রচারে ওনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। নিজ সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য হাজি সাহেব অনেক পদক্ষেপ নিয়েছেন। অনেকের মতে, তিনি মুসলিম বাচ্চাদের একহাতে কোরআন আর অন্য হাতে কম্পিউটার ধরিয়েছিলেন।

The post লকডাউনে হাজি সাহেবের জানাজায় কয়েক হাজার মানুষের ভিড়, সুরক্ষা দিল প্রশাসন আর দুই বিধায়ক first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3p9IWZN
Bengali News
 

Start typing and press Enter to search