পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লড়াইয়ের আঁচ এখন আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। অন্য রাজ্যের নেতা নেত্রীরাও নিজেদের মধ্যে আক্রমন, পাল্টা আক্রমণে জড়িয়ে পড়েছেন। বুধবার দিন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপর গুরুতর অভিযোগ তোলেন।
রামেশ্বর শর্মা অভিযোগ তোলেন যে মমতা ব্যানার্জী হিন্দু ও মুসলিমদের মধ্যে ব্যাপক ভেদাভেদ করেন। মমতা ব্যানার্জীকে আক্রমন করে বিজেপি বিধায়ক বলেন, আপনি রাস্তার মাঝে নামাজ পড়ার অনুমতি দেন কিন্তু দূর্গা পুজোর প্যান্ডেল জোরপূর্বক সরিয়ে দেন।
রামেশ্বর শর্মা বলেন, চন্ডী পাঠের সময় আর নেই। আপনি হিন্দুদের দিদি নন, আপনি উগ্রবাদী মুসলিমদের দিদি। বাংলাদেশের মুসলিমদের জন্য মমতা ব্যানার্জী ধর্মকে অবহেলা করেছেন বলে অভিযোগ তুলেছেন রামেশ্বর শর্মা।
জানিয়ে দি, রামেশ্বর শর্মা ভোপালের হুজুর এলাকার বিধায়ক। সম্প্রতি মমতা ব্যানার্জী হিন্দুত্বের ইস্যুতে বিজেপিকে আক্রমন করে চন্ডীপাঠ করেছিলেন। সেই চন্ডীপাঠকে কেন্দ্র করে এখন বিজেপির নেতারা আক্রমণ শুরু করেছেন। বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন যে মমতা ব্যানার্জী ভুল চন্ডীপাঠ করেছেন।
নন্দীগ্রামের কর্মীসভা থেকে বিজেপিকে হিন্দুত্ব শেখাতে চণ্ডী পাঠ করেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন যে, আমি রোজ সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে চণ্ডী পাঠ করি। এরপরই তিনি মঞ্চ থেকে চণ্ডী পাঠ করা শুরু করেন। কিন্তু ওনার ওই চণ্ডী পাঠ ভুলে ভরা ছিল বলে দাবি করেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
টুইটারে একটি টুইট করে শুভেন্দু বাবু লেখেন, ‘এর আগে ভগবান রাম’কে একাধিকবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী। ভুল সরস্বতী মন্ত্র পাঠ করেছেন। ফের প্রকাশ্য জনসভা থেকে ভুল মন্ত্র পাঠ করলেন তিনি। এভাবেই বাংলার সংস্কৃতিকে বারবার অপমান করেছেন। যে বাংলাকে অপমান করে, তাকে বাংলার জনতা চায় না।”
The post মমতা ব্যানার্জী হিন্দুদের দিদি নন, উগ্র মুসলিমদের দিদি: রামেশ্বর শর্মা, বিজেপি বিধায়ক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/30wZjDW
Bengali News