কাটোয়াঃ প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ মেটার নামই নিচ্ছে না। আবারও প্রার্থী পছন্দ নয় বলে দল ছাড়লেন তৃণমূলের প্রভাবশালী নেতা। পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক অমর রায় আজ বিজেপিতে যোগ দিলেন। কাটোয়া তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে পছন্দ না বলেই তিনি আজ দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ওনার সঙ্গে কাটোয়ার দুই কাউন্সিলর ভাস্কর মণ্ডল ও শ্যামল ঠাকুর আজ বিজেপিতে যোগ দেন।
কাটোয়া পুরসভার পুরপ্রধান ছিলেন তৃণমূল নেতা অমর রায়। ২০১৫ সালে তৃণমূলের ১০ জন কাউন্সিলর আর ৩ জন কংগ্রেসের কাউন্সিলরের সহযোগিতায় ২০১৫ সালে কাটোয়া পুরসভায় বোর্ড গঠন করেছিলেন তিনি। কিন্তু ২০১৭ সালে অমর রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কাউন্সিলররা। অমরবাবু অভিযোগ করে বলেন যে, ওই অনাস্থা প্রস্তাব আনার পিছনে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ছিল।
অমর রায় জানান, তিনি নিজের ইস্তফা লিখে জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি জানান, ২০১৩ সাল থেকে আমি বারবার দলে অপমানের শিকার হয়ে আসছি। আমার সঙ্গে নানান ভাবে বঞ্চনাও করা হয়েছে। এবার আর সহ্য করব না।
আরেকদিকে, তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, উনি আজ সরাসরি বলছেন বিজেপিতে যাওয়া কথা, কিন্তু উনি অনেকদিন ধরেই বিজেপির হয়ে কাজ করছিলেন। আমি ওনার বিরুদ্ধে দলের শীর্ষ নেতাদের বারবার অভিযোগ করেছি। উনি চলে যাওয়ায় আমাদের কিছুই ক্ষতি হবে না।
The post মন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দল ছাড়লেন পূর্ব বর্ধমানের হেভিওয়েট তৃণমূল নেতা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2N7iMbq
Bengali News