কলকাতাঃ এর আগেই বাংলায় দু’দুটি পুলিশ অবজার্ভার নিয়োগ করেছিল কমিশন। বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন, আর সেই কারণে বেনজির ভাবে ইতিমধ্যে দুজন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছিল কমিশনের তরফ থেকে। আর এবার আরও একজন পুলিশ অবজার্ভার নিয়োগ করল মুখ্য নির্বাচন কমিশন।
গত বুধবার নন্দীগ্রামে দুর্ঘটনার শিকার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছে। একদিকে তৃণমূলের তরফ থেকে বারবার ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আরেকদিকে জেলাশাসক, জেলা পুলিশ এবং কমিশনের তদন্তের পর কোনও ষড়যন্ত্র তত্ত্ব পাওয়া যায়নি। সব তদন্তই সেই ঘটনাটিকে নিছকই দুর্ঘটনা বলে আখ্যা দিয়েছে।
আর মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার পর কমিশন আরও নড়েচড়ে বসে নতুন করে আরও একজনকে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করল। রবিবার কমিশনের তরফ থেকে একজন আইপিএস অফিসারকে স্পেশ্যাল পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার অমিল কুমার শর্মা নির্বাচনে রাজ্য পুলিশের স্পেশ্যাল অবজার্ভার হিসেবে নিযুক্ত হচ্ছে।
পাঞ্জাব পুলিশের তুখর গোয়েন্দা অফিসার বলেই পরিচিত অনিল কুমার শর্মা। পাঞ্জাব পুলিশে ইন্টেলিজেন্স ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছেন অনিল কুমার শর্মা। এবার ওনাকে রাজ্যের দায়িত্ব দেওয়া হল। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, এবার বিবেক দুবের পাশাপ্সহি অনিল কুমার শর্মা রাজ্যের স্পেশ্যাল পুলিশ অবজার্ভার হিসেবে কাজ করবেন।
বিবেক দুবে, অনিল কুমার শর্মা ছাড়াও আরেকজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হয়েছে কমিশনের তরফ থেকে। ওই আইপিএস অফিসারের নাম মৃণালকান্তি দাস। কমিশন আগেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল যে, রাজ্যে এবার শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বদ্ধপরিকর তাঁরা। আর সেই কারণেই কমিশনের তরফ থেকে একের পর এক কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে।
The post না কোনও খেলাই হবে না! নির্বাচনের আগে আরেকটি কড়া সিদ্ধান্ত কমিশনের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3lfOIa1
Bengali News