খড়গপুরঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসম সফর সেরে আজ পশ্চিমবঙ্গ সফরে আসেন। রাজ্যে এসে তিনি খড়গপুরে একটি রোড শো করেন। খড়গপুরের রোড শোয়ে জনপ্লাবন দেখে অভিভূত স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি জনতার ঢেউ দেখে বলেন, এবার ২০০ আসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে। তিনি বলেন বাংলার মানুষ পরিবর্তন চায়।
#WATCH | Union Home Minister and BJP leader Amit Shah holds a roadshow in Kharagpur, West Bengal pic.twitter.com/RSjW5JJePV
— ANI (@ANI) March 14, 2021
https://platform.twitter.com/widgets.js
খড়গপুর সদরের বিজেপির প্রার্থীর হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে অমিত শাহ বলেন, বাংলার মানুষ এবার আসল পরিবর্তন চায়। খড়গপুরে বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় দেখে অমিত শাহ বলেন, রাজ্যে পরিবহনের আবহ তৈরি হয়ে গেছে। তিনি বলেন, এই ভিড়ই বুঝিয়ে দিচ্ছে যে বাংলার মানুস পরিবর্তন চায়। বাংলার মানুষ ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে।
Union Home Minister Amit Shah holds a roadshow in Kharagpur, West Bengal pic.twitter.com/lSr65MIFKT
— ANI (@ANI) March 14, 2021
https://platform.twitter.com/widgets.js
The post খড়গপুরের রোড শোয়ে জনসমুদ্র! অমিত শাহ বললেন বাংলার মানুষ চাইছে আসল পরিবর্তন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3vo3bWk
Bengali News