কলকাতাঃ আজ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর বড়সড় ভাঙনের খবর আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গ ত্যাগ করছেন। জানা গিয়েছে ওনারা বিজেপির সঙ্গ ত্যাগ করার জন্য দলীয় নেতৃত্বকে চিঠিও দিয়েছেন।
আজ বিজেপির প্রার্থী তালিকায় শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কারোর নামই নেই। বেহালা পূর্ব থেকে এর আগে নির্বাচনে লড়াই করার ইঙ্গিত দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু বিজেপি ওনার ইচ্ছের সম্মান করেনি। আজকে বিজেপির প্রার্থী তালিকা অনুযায়ী বেহালা পূর্ব থেকে অভিনেত্রী পায়েল সরকার প্রার্থী হয়েছেন। আর তাতেই গোসা হয়েছে শোভন-বৈশাখীর।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ বিকেলে বিজেপির সমস্ত পদ থেকে অব্যহতি চেয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি লিখেছেন শোভন চট্টোপাধ্যায়। তাছাড়া ফেসবুকে একটি পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ষড়যন্ত্র করে কেউ সফল হবে না। আমরাই জিতব। বেহালা পূর্বের মানুষ আমাদের সঙ্গে রয়েছে।” ওনার এই পোস্টে বেহালা পূর্ব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হওয়ার জল্পনা বাড়ছে।
The post টিকিট না পেয়ে ক্ষোভে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শোভন-বৈশাখী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3eDB0Nc
Bengali News