মুম্বাইঃ একদিকে NIA মুম্বাই পুলিশের আধিকারিক শচীন ওয়াজেকে গ্রেফতার করল। আরেকদিকে মুকেশ আম্বানির বাড়ি এন্টালিয়ার বাইরে থাকা স্করপিও গাড়ি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। শোনা যাচ্ছে যে, মুকেশ আম্বানির বাড়ি এন্টালিয়ার বাইরে দাঁড়িয়ে থাকা সন্দেহজনক সেই স্করিপও গাড়ি করেই শচীন ওয়াজে রিপাবলিক টিভির সংস্থাপক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করতে গিয়েছিলেন।
Mumbai: ‘Same car used in Arnab case’ https://t.co/Rn6OWr43FR
— TOI Mumbai (@TOIMumbai) March 14, 2021
https://platform.twitter.com/widgets.js
রিপাবলিক টিভির সংস্থাপককে গ্রেফতার করার জন্য আলিবাগ পুলিশ গিয়েছিল। শচিন ওয়াজে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ATS-এর হাতে সেই CCTV ফুটেজ এসেছে, যেখানে অর্ণব গোস্বামীর গ্রেফতারী নিয়ে এই গাড়ির কানেকশন সামনে এসেছে। এই গাড়ির রেজিস্ট্রেশন ফেক বলে জানা গিয়েছে।
গাড়ির মালিক মনসুখ হিরেনের দেহ কয়েকদিন আগেই সন্দেহভাজন ভাবে উদ্ধার করা হয়। গাড়ির মালিকের পরিজনেরা অভিযোগ করে বলেন যে, মনসুখের হত্যা হয়েছিল আর তাতে শচীন ওয়াজের হাত ছিল।
শচীন ওয়াজে শনিবার সকাল ১১ টা নাগাদ NIA দফতরে গিয়েছিলেন, সেখানে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর আগে উনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিযোগ করেছিলেন যে, ওনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।
তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, এখন পৃথিবীকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে। NIA শচীন ওয়াজের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পেয়েছে বলে জানা যায়। আর এরপরই অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেফতার করে।
বলে রাখি, ধনকুবের মুকেশ আম্বানির বাড়ির সামনে যেই স্করপিও গাড়ি উদ্ধার হয়েছিল, সেখান থেকে বোমা বানানোর সামগ্রী মিলেছিল। মুকেশ আম্বানির বাড়ির সামনে এই বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার দায় স্বীকার করে জইশ-উল-হিন্দ। এখন এই জঙ্গি সংগঠনের সঙ্গে শচীন ওয়াজের কি সম্পর্ক, সেটা খতিয়ে দেখছে NIA।
The post যেই স্করপিও আম্বানির বাড়ির বাইরে ছিল, সেটা করেই শচীন ওয়াজে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করতে গিয়েছিল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3lfxzNL
Bengali News