নয়া দিল্লীঃ ভারত সরকার ট্যুইটার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কৃষক আন্দোলনে ভুয়ো খবর ছড়ানো ট্যুইটার অ্যাকাউন্ট গুলোকে ব্লক করার নিদেশ দেয়। খালিস্তান আর পাকিস্তানের সঙ্গে যুক্ত ১ হাজার ১৭৮ টি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশের পর ট্যুইটার কর্তৃপক্ষ আর সরকারের মধ্যে টানাপড়েন বেড়ে যায়। আর এরই মধ্যে ট্যুইটার মামলা নিয়ে আমেরিকাও ভারতের সমর্থন করেছে। আমেরিকা জানিয়েছে যে, তাঁরা বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে ভারতের সিদ্ধান্তকে সমর্থন করে।
Secretary Ministry of Electronics & IT, GoI held a virtual interaction with Twitter officials. Secretary took up the issue of using a hashtag on ‘farmer genocide’ and expressed strong displeasure on the way Twitter acted after an emergency order was issued to remove this hashtag.
— ANI (@ANI) February 10, 2021
https://platform.twitter.com/widgets.js
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ট্যুইটারের বিরুদ্ধে কড়া মনোভাব আপন করে বলছেন যে, তাঁদের ভারতের আইনের হিসেবে চলতে হবে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অনুমতি কাউকেই দেওয়া হবে না। আরেকদিকে, আমেরিকার বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘সাধারণত, আমি বলতে চাই যে আমেরিকা বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি মনে করি ট্যুইটারের নীতিগুলির কথা যখন আসে, তখন ট্যুইটারকেও এটি বুঝতে হবে।”
The post ট্যুইটারের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে মোদী সরকার, ভারতের সিদ্ধান্তের সমর্থন আমেরিকার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3a8OJbQ
Bengali News