-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রতন টাটাকে ভারত রত্ন দেওয়া দাবি, প্রতিক্রিয়ায় মন ছুঁয়ে যাওয়া কথা বললেন তিনি

- February 06, 2021

নয়া দিল্লীঃ ভারতীয় শিল্পপতি, দানদাতা তথা টাটা সন্সের প্রাক্তন অধ্যক্ষ রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক অভিযান চালানো হচ্ছে। এবার সেই অভিযান নিয়ে রতন টাটা নিজেই মুখ খুলনে। উনি বলেন, আমি সবার ভাবাবেগের সন্মান করি, কিন্তু এরকম অভিযান বন্ধ করে দিন। বলে রাখি, ট্যুইটার তথা সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার দাবি নিয়ে বড়সড় অভিযান চালাচ্ছে।

এই অভিযানকে বন্ধ করার আবেদন রতন টাটা ট্যুইট করে লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ দ্বারা একটি অ্যাওয়ার্ড নিয়ে ব্যাক্ত করা ভাবাবেগকে সন্মান জানাচ্ছি। কিন্তু আমি বিনম্র ভাবে আবেদন করছি যে, এরকম অভিযান বন্ধ করে দিন। ভারতের অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”

https://platform.twitter.com/widgets.js

জানিয়ে দিই যে, রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবিটি টুইটারে তখন শুরু হয়েছিল, যখন মোটিভেশনাল স্পিকার ডঃ বিবেক বিন্দ্রা রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার দাবি সম্পর্কে টুইট করেছিলেন। বিন্দ্রা নিজের টুইটে লিখেছিলেন, রতন টাটা বিশ্বাস করেন যে আজকের প্রজন্মের উদ্যোক্তারা ভারতকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে। আমরা ভারতের প্রসিদ্ধ শিল্পপতি রতন টাটাকে ভারত রত্ন সন্মান দেওয়া আবেদন জানাচ্ছি। আমাদের এই অভিযানে যুক্ত হন, আর এই টুইটকে সর্বাধিক টুইট করুন। এরপরই টুইটারে Ratan Tata আর #BharatRatnaForRatanTata ট্রেন্ড করতে থাকে।

 

The post রতন টাটাকে ভারত রত্ন দেওয়া দাবি, প্রতিক্রিয়ায় মন ছুঁয়ে যাওয়া কথা বললেন তিনি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2O1DObp
Bengali News
 

Start typing and press Enter to search