-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাজ্যসভায় ভাষণ দিতে দিতে চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল প্রধানমন্ত্রীর

- February 08, 2021

নয়া দিল্লী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাজ্যসভা থেকে ৪ সাংসদের বিদায় নিয়ে ভাষণ দেন। রাজ্যসভায় আজ প্রধানমন্ত্রী মোদী ভাবুক হয়ে পড়েন। রাজ্যসভা থেকে বিদায়ী সাংসদ গুলাম নবী আজাদ একবার কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন, সেটা নিয়ে প্রধানমন্ত্রী একটি গল্প শোনান। জানিয়ে দিই আজ গুলাম নবী আজাদ, শমসের সিং, মীর মহম্মদ ফৈয়াজ আর নদীর আহমেদের রাজ্যসভার কার্যকাল সম্পুর্ন হল।

প্রধানমন্ত্রী মোদী বলেন, আমার চিন্তা এটা নিয়েই যে গোলাম নবী আজাদের পর এই আসনে কে বসবে? নতুন যে আসবেন, তিনি গুলাম নবী আজাদের মতন তুখর হবেন না। গুলাম নবী আজাদ যেমন নিজের দলের চিন্তা করতেন, তেমনই তিনি সদনেরও চিন্তা করতেন।

প্রধানমন্ত্রী মোদী গুলাম নবী আজাদের প্রশংসা করে বলেন, ‘আমি আমার অভিজ্ঞতা আর পরিস্থিতির ভিত্তিতে আমি গুলাম নবী আজাদের সন্মান করি। আমার আশা ওনার দয়া, শান্তি এবং দেশের জন্য কাজ করার অভিযান সবসময় চলবে। তিনি যা কিছুই করেন, সেটাই ওনার মূল্যের সঙ্গে যুক্ত হয়ে যায়।

প্রধানমন্ত্রী মোদী নিজের সম্বোধনে একটি বহু পুরনো কাহিনী শোনান। তিনি বলেন, ‘গুলাম নবী জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমিও গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম। আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম। একবার গুজরাটে তীর্থযাত্রীদের উপর জঙ্গি হা’ম’লা হয়েছিল। সেই হা’ম’লা’য় 8 জন মারা গিয়েছিল। সবার আগে গুলাম নবী জি আমাকে ফোন করেছিলেন, তখন ওনার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে আসছিল।”

The post রাজ্যসভায় ভাষণ দিতে দিতে চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল প্রধানমন্ত্রীর first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3p3DnKG
Bengali News
 

Start typing and press Enter to search