নয়া দিল্লী: সংসদীয় মামলার মন্ত্রী প্রহ্লাদ জোশি মঙ্গলবার বলেন, রাম মন্দিরের রায় আর তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অভদ্র মন্তব্য করা গুরুতর মামলা। আর এই নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোমবার লোকসভায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে অভদ্র মন্তব্য করেছিলেন। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব নিয়ে চর্চার সময় মহুয়া মৈত্র রাম মন্দিরের রায় দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে অভদ্র মন্তব্য করেছিলেন। মহুয়ার করা সেই মন্তব্যের বিরোধিতা করেছিলেন বিজেওয়ার সদস্য আর সরকার। কিন্তু এরপরেও মহুয়া মৈত্র সেই বিতর্কিত মন্তব্য পুনরায় করেছিলেন। মহুয়া মৈত্র বলেছিলেন যে, চাপে পড়ে রঞ্জন গগৈ রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছিলেন।
তৃণমূল সাংসদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে নির্লজ্জতাকে সাহস হিসেবে দেখানোর অভিযোগ করেছিলেন। মহুয়া সোমবার বলেন, বিচার ব্যবস্থা এখন আর পবিত্র নেই। কেন্দ্র সরকারের চাপে আদালত রায় দেয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, কিছু মানুষ ক্ষমতাকে কট্টরতা, অসত্য আর সাহস বলেন উনি বলেন, এই সরকার অপপ্রচার আর ভুয়ো খবর ছড়ানোর কুটির শিল্প খুলে বসেছে।
মহুয়া মৈত্রর এই মন্তব্যের পর কেন্দ্র সরকার কড়া মনোভাব আপন করতে পারে। সরকার রাম মন্দির আর CJI কে নিয়ে অত্যন্ত সিরিয়াস। আর সেই কারণে মহুয়া মৈত্রর বিরুদ্ধে খুব শীঘ্রই কড়া পদক্ষেপ নিতে পারে সরকার।
The post রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে মহুয়া মৈত্র, কড়া অ্যাকশন নেবে মোদী সরকার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3jxHnSu
Bengali News