-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিদেশী প্ররোচনায় কান দেবেন না! রিহানা, মিয়াঁ খালিফাদের একহাতে নিলেন বলিউড তারকারা

- February 03, 2021

নয়া দিল্লীঃ কৃষক আন্দোলন এখন নতুন একটি রূপ নিয়ে নিয়েছে। কৃষক আন্দোলনের আগুন বলিউড থেকে শুরু করে হলিউড পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। হলিউডের গায়কা রিহানা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ আর প্রাক্তন নীল ছবির তারকা মিয়াঁ খালিফা কৃষকদের সমর্থনে ট্যুইট করেছেন। হলিউড স্টারদের ট্যুইটের পর এবার বলিউডের তামাম তারকারা সরকারের সমর্থনে নেমেছেন।

বলিউড স্টার অক্ষয় কুমার বিদেশ মন্ত্রালয়ের একটি অ্যাডভাইসরি শেয়ার করে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ‘কৃষক আমাদের দেশের একটি মহত্বপূর্ণ অংশ আর ওনাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই প্রয়াসের সমর্থন করা উচিৎ। মতভেদ সৃষ্টি করার কোনও ব্যক্তিকে অনুসরণ করার বদলে সৌহার্দ্যপূর্ণ সংকল্পের সমর্থন করুন।”

https://platform.twitter.com/widgets.js

আরেকদিকে, অজয় দেবগন ট্যুইট করে সবাইকে বিদেশী প্ররোচনায় নজর না দেওয়ার আবেদন করেছেন। অজয় দেবগন ট্যুইট করে লিখেছেন, ‘ভারত আর ভারতের নীতির বিরুদ্ধে কেউ যেন কোনও প্ররোচনায় না কান দেয়। এই সময় সবাইকে এক হয়ে দাঁড়ানো উচিৎ। এই সময় লড়াই-ঝগড়ার বদলে সবার একতা গুরুত্বপূর্ণ ।”

https://platform.twitter.com/widgets.js

সুনীল শেট্টি লিখেছেন, ‘অর্ধ সত্যি জানার থেকে ভয়ংকর কিছুই না। করণ জোহরও সরকারের সমর্থনে ট্যুইট করে লেখেন, ‘আসুন আমরা একসাথে, সকলের জন্য কার্যকর সমাধানগুলি সন্ধানের যথাসাধ্য চেষ্টা করি — আমাদের কৃষকরা ভারতের মেরুদণ্ড। কাউকে যেন আমাদের ভাগ না করতে দিই।”

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

 

The post বিদেশী প্ররোচনায় কান দেবেন না! রিহানা, মিয়াঁ খালিফাদের একহাতে নিলেন বলিউড তারকারা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/36DussW
Bengali News
 

Start typing and press Enter to search