নয়া দিল্লীঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে জবাব দেওয়ার সময় করোনা মহামারীর কথা উল্লেখ করেন। উনি বলেন, করোনার সঙ্কটের সময় ১৩০ কোটি দেশবাসীর অনুশাসন আর সমর্পণই আমাদের আজ বাঁচিয়ে রেখেছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত দেশবাসী এই কৃতিত্বের অধিকারী।
উল্লেখ্য, লোকসভায় নিজের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস সাংসদ মনিষ তিওয়ারি নিজের সম্বোধনে বলেছেন যে ভগবানের কৃপায় আমরা করোনা মহামারী থেকে বেঁচে গিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আমরা করোনার বিরুদ্ধে জয় পেয়েছি কারণ ডাক্তার, সাফাই কর্মী, অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভগবান রুপে সামনে এসেছিল।” প্রধানমন্ত্রী মোদী বলেন, আমরা তাঁদের যত প্রশংসা করব, তাঁদের যত সন্মান দেব, ততই আমাদের অন্দরে আশার আলো জাগবে।”
প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের জন্য সন্তুষ্টি ও গর্বের বিষয় যে করোনার কারণে কতটা সমস্যা সৃষ্টি হবে, ভারত এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবে তা নিয়ে জল্পনা ছিল। এমন পরিস্থিতিতে এই ১৩০ কোটি দেশবাসীর শৃঙ্খলা ও উত্সর্গ আমাদের আজ বাঁচিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, করোনা কালে জনধন অ্যাকাউন্ট, আধার এগুলো সমস্ত কিছু গরিবের কাজে এসেছে। বিশ্বের অনেক দেশে করোনার কারণে ডাকা লকডাউন আর কারফিউর মধ্যে নিজেদের ভাণ্ডারে পাউন্ড আর ডলার থাকার পরেও শত চেষ্টা করেও তা মানুষের কাছে পৌঁছে দিতে পারেনি। কিন্তু এই ভারতে করোনার মধ্যে ৭৫ কোটির বেধি ভারতীয়র কাছে ৮ মাস পর্যন্ত রেশন পৌঁছে দেওয়া হয়েছে।
The post ভগবানের কৃপায় না, ১৩০ কোটি ভারতীয়র জন্য আমরা করোনাকে হারাতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী মোদী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Z54x9u
Bengali News