-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কবজা জমাতে অক্ষম! লাদাখ সীমান্ত থেকে পিছু হটছে চীনা জওয়ানরা

- February 10, 2021

নয়া দিল্লীঃ লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে লাগাতার কয়েকমাস ধরে জারি ভারত আর চীনের চলা উত্তেজনার মধ্যে এক বড় খবর সামনে আসছে। চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস ট্যুইট করে জানিয়েছে যে, প্যাংগং ঝিলের উত্তর আর দক্ষিণ কিনারা থেকে দুই দেশের সেনা পিছু হটছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রালয় অনুযায়ী, কোর কম্যান্ডার স্তরের নবম দফার আলোচনার পর দুই দেশের সেনা পিছু হটার জন্য সহমত হয়েছে। তবে এই নিয়ে ভারতীয় সেনা আর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রালয় কোনও প্রতিক্রিয়া দেয়নি।

https://platform.twitter.com/widgets.js

উল্লেখ্য, চীনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে পূর্ব লাদাখের প্যাংগং ঝিলের উত্তর ও দক্ষিণ প্রান্তে অবস্থানরত ভারতীয় ও চীনা বাহিনী বুধবার থেকে একটি নিয়মতান্ত্রিক পশ্চাদপসরণ শুরু করেছে। চীন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল উ কিয়ান বলেছেন যে পূর্ব লাদাখের প্যাংগং ঝিলের উত্তর ও দক্ষিণ দিকে অবস্থানরত ভারত এবং চীনের সম্মুখ বাহিনী বুধবার থেকে সহমত পোষণ করে পিছিয়ে যাচ্ছে।

উ কিয়ান একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ভারত আর চীনের মধ্যে কম্যান্ডার স্তরের নবম দফার আলোচনায় হওয়ার সহমতিতে দুই দেশের সশস্ত্র সেনার ফ্রন্টলাইন জওয়ানরা আজ ১০ ফেব্রুয়ারি প্যাংগং ঝিলের উত্তর আর দক্ষিণ কিনারা থেকে নিয়মমাফিক ভাবে পিছিয়ে যাওয়ার কাজ শুরু করেছে।

The post কবজা জমাতে অক্ষম! লাদাখ সীমান্ত থেকে পিছু হটছে চীনা জওয়ানরা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/372Q56h
Bengali News
 

Start typing and press Enter to search