ওয়েবডেস্কঃ পাকিস্তানের অশান্ত অঞ্চল বালুচিস্তানের দুটি আলাদা আলাদা জায়গায় সন্দেহভাজন জঙ্গিদের হামলায় পাকিস্তানি সেনার কমপক্ষে ৫ জন জওয়ানের প্রাণ গিয়েছে। আর দুজন আহত হয়েছে। ফ্রন্টিয়ার কোর জওয়ানদের নিশানা বানিয়ে বৃহস্পতিবার বালোচিস্তানের রাজধানী কোয়েটার পার্শ্ববর্তী এলাকা আর কোহলু জেলায় এই হামলা গুলো হয়।
পাকিস্তানের নিরাপত্তা আধিকারিক জানান, প্রথম হামলাটি কোয়েটার বাইরে বাইপাস এলাকায় হয়েছিল। তিনি জানান, রিমোর্ট পরিচালিত বোমা বাইকে রেখে ফ্রন্টিয়ার কোরের কনভয়ে হামলা করা হয়। এই হামলায় একজন জওয়ান প্রাণ হারিয়েছিল আর দুজন আহত হয়েছিল।
আধিকারিক জানান, অন্য একটি হামলা কোহলু জেলার কাহান এলাকায় হয়, যেখানে সন্দেহভাজন জঙ্গিরা ফ্রন্টিয়ার কোরের পোস্টে রাতের অন্ধকারে হামলা চালায়। এই হামলায় চারজন জওয়ান প্রাণ হারায়। তিনি জানান, হামলাকারীরা বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। সেনাও তাঁর মোক্ষম জবাব দেয়।
The post বালোচিস্তানে পাকিস্তানি সেনার উপর বড়সড় জঙ্গি হামলা, বেঘোরে প্রাণ হারাল এতগুলো জওয়ান first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3sbsLez
Bengali News